Pornography Addiction

দুষ্টু ছবির নেশায় বুঁদ রাশিয়ার তরুণ প্রজন্ম! ‘আকর্ষণীয় বিকল্প’ খুঁজে পেতে মরিয়া পুতিন

রুশ যুবক-যুবতীদের মধ্যে পর্নোগ্রাফির আসক্তি বৃদ্ধি নিয়ে এ বার উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রেসিডেন্ট পুতিন। তাঁদের নেশা ছাড়াতে আকর্ষণীয় বিকল্প খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩০
Share:
০১ ১৮

পর্নোগ্রাফিতে ডুবে গোটা দেশ। মাদকের মতোই এর ভয়ঙ্কর নেশায় ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে কৈশোর-যৌবন। শুধু তা-ই নয়, ‘নীল ছবি’ ধ্বংস করছে সামাজিক মূল্যবোধ। বিষয়টি নজরে আসতেই ঘুম উড়েছে খোদ প্রেসিডেন্টের। যুব সমাজকে দ্রুত পর্নের নেশা থেকে মুক্ত করতে ‘প্রতিষেধক’ খোঁজার নির্দেশ দিয়েছেন তিনি।

০২ ১৮

পর্নোগ্রাফি নিয়ে এ হেন উদ্বেগ প্রকাশ করা প্রেসিডেন্ট আর কেউ নন, রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। নীল ছবি দেশটির ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি, পর্নোগ্রাফির নেশা ছাড়াতে যুবক-যুবতীদের জন্য ভাল বিকল্পের প্রয়োজনীয়তার কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

Advertisement
০৩ ১৮

চলতি বছরের ১৯ ডিসেম্বর রাজধানী মস্কোয় বার্ষিক ‘ডিরেক্ট লাইন’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে অন্তত চার ঘণ্টা ছিলেন তিনি। পর্নোগ্রাফি কী ভাবে রুশ সমাজকে ভিতর থেকে ধ্বংস করছে, ওই অনুষ্ঠানে সে কথাই বলতে শোনা গিয়েছে তাঁকে।

০৪ ১৮

পাশাপাশি পর্নোগ্রাফির বিকল্প কেমন হবে, তারও একটি রূপরেখা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। নীল ছবির বদলি হিসাবে আরও আকর্ষণীয় কিছু আমজনতার সামনে আনার কথা বলেছেন তিনি। তাঁর ওই মন্তব্যের পর রাশিয়ায় পর্নোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। তবে সরকারি ভাবে এই নিয়ে ক্রেমলিনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

০৫ ১৮

স্থানীয় সংবাদ সংস্থা ‘রাশিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, মস্কোর অনুষ্ঠানে পুতিন বলেন, ‘‘এটা শুধুমাত্র আমাদের ব্যাপার নয়। পর্নোগ্রাফির বিষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অন্যান্য দেশেও এই সমস্যা ব্যাপক আকার ধারণ করছে। তবে রুশ যুবকদের এর থেকে বেরিয়ে আসতে হবে। তাঁদের সামনে যে উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি রয়েছে, পর্নোগ্রাফির জন্য সেটা আমরা নষ্ট হতে দিতে পারি না।’’

০৬ ১৮

এর পরই পর্নোগ্রাফির নেশা ছাড়াতে বিকল্পের কথা বলেন রুশ প্রেসিডেন্ট। নীল ছবি নিষিদ্ধ করার থেকে আরও আকর্ষণীয় কিছু দিয়ে আমজনতার, বিশেষত যুব সমাজের মন বদলাতে চাইছেন তিনি। তাঁর কথায়, ‘‘সাধারণ ভাবে সবাই হয়তো পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করার কথাই বলবেন। কিন্তু সে ক্ষেত্রে পর্ন সাইটের থেকে আরও আকর্ষণীয় কিছু একটা জনগণের সামনে তুলে ধরতে হবে। সেটাই পর্নোগ্রাফির আসক্তি কমাতে সাহায্য করবে।’’

০৭ ১৮

রুশ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, দেশে সাংস্কৃতিক বিপ্লব আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন পুতিন। গত অক্টোবরে হওয়া ব্রিকস সম্মেলনের আগে ভারতীয় চলচিত্রের ভূয়সী প্রশংসা করেন তিনি। রাশিয়ায় আরও বেশি সংখ্যায় ভারতীয় সিনেমা দেখার কথাও বলতে শোনা যায় তাঁকে। পাশাপাশি ব্রিকসভুক্ত দেশগুলির চলচ্চিত্র উৎসবের প্রস্তাব করেছেন মস্কোর সর্বময় কর্তা।

০৮ ১৮

সম্প্রতি রাশিয়ায় জন্মহারের সূচক নিম্নমুখী হয়েছে। এ বছরের সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন। অফিসে মধ্যাহ্নভোজ ও কাজের ফাঁকে কফি পানের সময়ে দেশের নাগরিকদের সঙ্গমের পরামর্শ দেন তাঁর মন্ত্রী। ওই মন্তব্যের পর রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন ক্রেমলিনের রাষ্ট্রপ্রধান।

০৯ ১৮

কর্মক্ষেত্রে সঙ্গমের কথা বলায় পুতিনের সমালোচনা কম হয়নি। কিন্তু তার পরও নিজের অবস্থান বদলাননি তিনি। বর্তমানে রুশ মহিলাদের জনপ্রতি সন্তানধারণের ক্ষমতা ১.৫-এ নেমে এসেছে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে এটি ২.১ হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞেরা। তরুণীদের মধ্যে মা হওয়ার প্রবণতা কমার নেপথ্যে পর্নোগ্রাফির আসক্তিকে দায়ী করেছেন তাঁরা।

১০ ১৮

সমীক্ষক সংস্থা ‘স্ট্যাটিস্টা’র সমীক্ষা অনুযায়ী, বর্তমানে পর্ন সাইটগুলির দর্শকসংখ্যা শত কোটি ছাড়িয়ে গিয়েছে। এ বছরের মে পর্যন্ত প্রতি মাসে ‘পর্নহাব’ সাইটে চোখ রেখেছেন ৫৪৯ কোটি জন। আর ‘এক্স ভিডিয়ো’র দর্শকসংখ্যা ছিল ৪০২ কোটি। ইন্টারনেট সার্চিংয়ের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্কদের ভিডিয়ো সর্বাধিক খোঁজার তালিকায় রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

১১ ১৮

রাশিয়ার মতো পর্নোগ্রাফির আসক্তির সমস্যা রয়েছে আমেরিকাতেও। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীল ছবি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী বছরের (পড়ুন ২০২৫) ২০ জানুয়ারি শপথ নেবেন তিনি। নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও এই ইস্যুতে সরব ছিলেন তিনি।

১২ ১৮

পর্নোগ্রাফি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইন রয়েছে। চিনে নীল ছবি পুরোপুরি নিষিদ্ধ। এটিকে আংশিক ভাবে বন্ধ রেখেছে ইজ়রায়েল। সেখানে পর্নোগ্রাফি দেখতে হলে সরকারের কাছে আবেদন করতে হয়। আবেদনকারীর বয়স এবং মানসিক স্বাস্থ্য বিবেচনা করে তবেই এর অনুমতি দিয়ে থাকে বিশ্বের একমাত্র ইহুদি দেশের সরকার।

১৩ ১৮

এ বছরের সেপ্টেম্বরে পর্নোগ্রাফি নিয়ে তাৎপর্যপূর্ণ রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। শিশু পর্নোগ্রাফি দেখা এবং ডাউনলোড করে রাখা— দুই-ই শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছে দেশের শীর্ষ আদালত। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের দেওয়া ওই রায়কে ‘মাইলফলক’ বলে মনে করেন আইনজ্ঞেরা। এতে ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানার কথাও বলেছে আদালত।

১৪ ১৮

তবে ভারতের আইন অনুযায়ী, ব্যক্তিগত পরিসরে পর্ন ছবি বা ভিডিয়ো দেখা মোটেই শাস্তিযোগ্য অপরাধ নয়। এ ক্ষেত্রে কেউ বিরক্ত বা অস্বস্তি অনুভব করছেন কি না, তা গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা নিয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করতে পারেন। আবার এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করার অধিকার রয়েছে পুলিশের।

১৫ ১৮

ডিজিটাল যুগে পর্নোগ্রাফি সহজলভ্য হয়ে যাওয়ায় এই নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। ২০১৪ সালে শীর্ষ আদালতকে এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করে কেন্দ্র। সরকার জানায়, সারা দেশে পর্নোগ্রাফির চার কোটির বেশি ওয়েবসাইট রয়েছে। নীল ছবির রমরমা ঠেকাতে আইন-প্রযুক্তি-প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে, তা-ও জানানো হয়।

১৬ ১৮

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া ওই জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল, পর্নোগ্রাফি দেখে যেমন অনেক সময় যৌন ইচ্ছা প্রবল হয়, তেমনই নিয়ন্ত্রণ করার বা ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও জাগে। এর ফলে ধর্ষণের শিকার হতে হয় মহিলাদের।

১৭ ১৮

এ ব্যাপারে উদাহরণ হিসাবে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। অভিযোগ, দিল্লির চলন্ত বাসে মেয়েটির উপরে নির্মম অত্যাচারের আগে দোষীরা মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছিল। তাই ধর্ষণের মতো ঘটনায় পর্নোগ্রাফির ভূমিকা রয়েছে বলে আদালতকে জানান মামলাকারীরা।

১৮ ১৮

গত কয়েক বছরে পর্নোগ্রাফির বেশ কয়েকটি সাইট পুরোপুরি বন্ধ করে কেন্দ্র। এ ব্যাপারে তৈরি করা হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি। সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান জানাবেন তাঁরা। বিশেষজ্ঞেরা অবশ্য মনে করেন, রাশিয়া এবং আমেরিকার মতো দেশে পর্নোগ্রাফি বন্ধ হলে এখানেও তা নিষিদ্ধ করবে কেন্দ্র।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement