Accident

দু’দিনে শহরে তিনটি পথ দুর্ঘটনা, মৃত্যু দু’জনের

সবক’টি ক্ষেত্রেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে বেপরোয়া চালকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৪
Share:

খোঁজ চলছে বেপরোয়া চালকদের। —প্রতীকী চিত্র।

দু’দিনে শহরে তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। সবক’টি ঘটনা ঘটেছে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে। পুলিশ সূত্রের দাবি, লাগাতার পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার প্রচার চালানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। সবক’টি ক্ষেত্রেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে বেপরোয়া চালকদের।

Advertisement

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালের দুর্ঘটনাটি ঘটে ৯টা নাগাদ। ব্রেবোর্ন রোড ধরে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন গৌতম আঢ্য নামে বছর ৬০-এর এক প্রৌঢ়। সেই সময়ে হাওড়া ময়দান থেকে পার্ক স্ট্রিটগামী একটি বাস ধাক্কা মারে তাঁর স্কুটারে। গৌতম রাস্তায় ছিটকে পড়লে তাঁর উপর দিয়ে বাসের চাকা চলে যায়। ওই স্কুটারচালককে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। পুলিশ জানিয়েছে, গৌতম পেশায় ছিলেন মাছ ব্যবসায়ী। সেই কাজেই যাচ্ছিলেন তিনি।

অন্য দিকে, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বাইকচালকের। তাঁর নাম সরফরোজ় আহমেদ (২৫)। দুর্ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে রাত আড়াইটে নাগাদ মারা যান সরফরোজ়। তাঁর বাড়ি জি জে খান রোডে। পণ্যবাহী লরিটি আটক করেছে পুলিশ। ওই রাতেই ইএম বাইপাসের রুবি মোড়ের কাছে একটি লরি পর পর অটো এবং মোটরবাইকে ধাক্কা মারে। আহত হন অটোর দুই যাত্রী এবং বাইকচালক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে অটোর দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাইকচালক হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement