Bay Of Bengal

Cyclone Yaas: ইয়াস ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একঝাঁক সতর্কবার্তা বিদ্যুৎ নিগমের

ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি কিছু সতর্কতা জারি করল বিদ্যুৎ দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৫:২৪
Share:

নতুন সতর্কবার্তায় মোট ৮টি বিষয়ের কথা উল্লেখ করেছেন তাঁরা।

ইয়াস ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের উদ্দেশে আগাম সতর্কবার্তা দিয়েছিল বিদ্যুৎ দফতর। এ বার সেই ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি নিয়ে বেশ কিছু সতর্কতা জারি করল বিদ্যুৎ দফতরের অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত বছর আমপান (প্রকৃত উচ্চারণে 'উমপুন') ঘূর্ণিঝড়ের পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হয়েছিল প্রশাসনিক কর্তাব্যক্তিদের। গত বারের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এ বারের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে চাইছে বিদ্যুৎ দফতর। নতুন এই সতর্কবার্তায় মোট ৮টি বিষয়ের কথা উল্লেখ করেছেন তাঁরা।

Advertisement

১. বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে থাকলে তা নাগরিকদের কাটতে নিষেধ করা হয়েছে।

২. জমা জলে তার পড়ে থাকলে সেটি ভুলেও স্পর্শ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

৩. চাষের জমিতে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখলে তাতে হাত দেওয়া যাবে না।

৪. ঝড়ের পরবর্তী পরিস্থিতিতে বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়ানো যাবে না।

৫. যদি পাম্প বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি জলে ঢুবে যায়, সেগুলি ছোঁয়া বা চালানো যাবে না।

৬. ঘূর্ণিঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।

৭. এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে, বিদ্যুৎ দফতরের কর্মীদের খবর দিতে হবে।

৮. বিদ্যুৎ সংক্রান্ত কোনও অসঙ্গতি চোখে পড়লে বিদ্যুৎ দফতরের আপৎকালীন নম্বরে ফোন করতে হবে।

ঘূর্ণিঝড়ের সময় সাহায্য পেতে ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ আপৎকালীন নম্বরে ফোন করতে বলা হয়েছে। পরিস্থিতি গুরুতর হলে ছবি ও ঠিকানা দিয়ে ৮৯০০৭৯৩১০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement