নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝা়ড়গ্রাম ছাড়ার পরেই আবার জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। ওই পোস্টারে স্থানীয় তৃণমূল নেতাদের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায়। যদিও পুলিশের বক্তব্য, ওইগুলি মাওবাদী পোস্টারই নয়। আতঙ্ক ছ়ড়াতে ‘ভুয়ো পোস্টার’ লাগানো হয়েছে।
বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মমতা বলেছিলেন, ‘‘মাওবাদী বলে কেউ নেই। কেউ যদি মাওবাদীদের নামে মিথ্যে কথা বলে অপপ্রচার করার চেষ্টা করেন, তাঁর বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। আগে যারা মাওবাদী ছিল, তারা এখন পুলিশের হোমগার্ডের চাকরি করছেন।’’ মুখ্যমন্ত্রীর জেলা সফর শেষ হতেই ঝাড়গ্রাম থানার পাটাশিমূল অঞ্চলের পাথরা, ধাংড়ি, গুরভাঙা এলাকা থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার হয়েছে। তাতে কোনওটায় লেখা ‘গুটি কয়েক মাওবাদীর নামে চাকুরি দিয়ে মাওবাদী দমন করা যায় না’, আবার কোথাও ‘তৃণমুল দূর হটাও, বিজেপি হাত গুটাও’।
ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘‘এগুলি মাওবাদী পোস্টার নয়, ভুয়ো পোস্টার। সন্দেহভাজন কয়েক জনের তালিকা তৈরি হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক দিনে আট জনকে গ্রেফতার করা হয়েছে।’’