সুস্মিতা সেনের নতুন রূপের সঙ্গে কি পুরনো হেয়ারস্টাইলের মিল থাকবে? —ফাইল চিত্র।
পুরনো বছরের উপর রাগ-অভিমান থেকেই যায়। কত কিছুই ‘না-পাওয়া’ থেকে গেল। কত কিছু হতে পারত। কী কী হয়েও হল না। তবে সেই সব ভাবনা ক্ষণস্থায়ী। নতুন বছরের প্রান্তে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ান অনেকেই। আগে হয়নি তো কী হয়েছে! এ বছর হতে ক্ষতি কী। নতুন বছরে তাই এক বুক প্রত্যয়, আশা নিয়ে নতুন করে গায়ে বর্ম জড়িয়ে, বর্শা ঠুকে বুক চিতিয়ে দাঁড়ান সকলেই। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও ব্যতিক্রম নন। তিনি নতুন বছরকে স্বাগত জানাতে চলেছেন নতুন রূপে।
সুস্মিতার নতুন লুক তৈরির প্রক্রিয়া চলছে। ছবি: ইনস্টাগ্রাম।
নতুন বছর আসতে আর এক সপ্তাহও বাকি নেই। তবে সুস্মিতা সেজেগুজে প্রস্তুত। পার্লারে গিয়ে চুল কাটিয়ে নিজের বাইরের চেহারা খানিকটা বদলে ফেলেছেন তিনি। কেমন দেখাচ্ছে তাঁকে, তার কিছুটা আঁচ তিনি দিয়েছেন ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয়। সেখানে দেখা যাচ্ছে সুস্মিতার চুল অনেকটাই ছোট হয়েছে। পিঠ ছাপানো চুল এসে থমকেছে কাঁধের সামান্য নীচে। কপালের উপরেও পড়েছে ছোট ছোট চুলের ‘ঝালর’। তিনি পার্লারের চেয়ারে বসে। দু’জন কেশসজ্জা শিল্পী তাঁর চুল সাজাতে ব্যস্ত।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিকে সুস্মিতা সেনের চুলের স্টাইল ছিল ‘লং বব’। ছবি: সংগৃহীত।
সুস্মিতার কাঁধছোঁয়া চুল অবশ্য এর আগেও ছিল। কেরিয়ারের শুরুর দিকে ‘লং বব’ ছাঁটই ছিল সুস্মিতার চুলের স্টাইল। ‘ম্যায় হুঁ না’র পরে অবশ্য সুস্মিতার লম্বা চুলের স্টাইলেরই ভক্ত হয়ে পড়েন অনুরাগীরা। সুস্মিতাও এ যাবৎ তাঁর সেই স্টাইল বদলাননি। কিন্তু ২০২৫ সালে সুস্মিতা আবার ফিরলেন কাঁধছোঁয়া চুলে। ভিডিয়ো দেখে অনুরাগীরা বলছেন, সুস্মিতা তাঁর নব্বইয়ের দশকের চুলের স্টাইলে ফিরছেন। তবে সেই অনুমান সত্যি কি না তা, সুস্মিতার পরবর্তী ছবি প্রকাশ্যে এলে তবেই বোঝা যাবে।
আপাতত চুল কাটানোর ভিডিয়ো দিয়ে সুস্মিতা লিখেছেন, ‘‘নতুন বছর, নতুন লুক। ২০২৫, আমি তোমার জন্য প্রস্তুত। একটা জাদুময় বছর আসতে চলেছে। আপনারাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। পরিবর্তনকে স্বাগত জানান, নতুনের উদ্যাপন করুন। সব ভাল হবে।’’ নতুন বছর কেন জাদুময় হবে বলে মনে করছেন সুস্মিতা, তার ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। সুস্মিতা লিখেছেন, তাঁর ভিতরে থাকা ইতিবাচক মন তাঁর নতুন রূপের আঙ্গিকে প্রস্তুত। যদিও জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না।