ফাইল ছবি।
ভোট পরবর্তী হিংসায় অভিযুক্তদের ধরতে ফের আর্থিক পুরস্কার ঘোষণা করে হুলিয়া জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শনিবার উত্তর ২৪ পরগনার বাসিন্দা ন’জনের বিরুদ্ধে এই হুলিয়া জারি করেছে সিবিআই। তাঁদের গ্রেফতারি সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারলে, তথ্যদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ কথা সিবিআই নিজেই জানিয়েছে।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় মোট ২০ জন অভিযুক্তের মধ্যে ১২ জন এখনও ফেরার। পলাতক অভিযুক্তদের খুঁজতে আর্থিক পুরস্কার ঘোষণা করে হুলিয়া জারি করেছিল সিবিআই। এ বার উত্তর ২৪ পরগনার বাসিন্দা ন’জনের বিরুদ্ধে হুলিয়া জারি করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হুলিয়ার নোটিসে সিবিআই দফতরের টেলিফোন নম্বর ও একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে একটি ই-মেল আইডি-ও।
ভোট পরবর্তী হিংসায় উত্তর ২৪ পরগনায় খুনের ঘটনার তদন্তে নেমে এই অভিযুক্তদের খুঁজছে সিবিআই। এ বার তাঁদের সন্ধান পেতে ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।