পুলিশের উপর হামলার অভিযোগ হুগলির মগরায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পুরনো একটি মামলায় দু’জনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। আদালতই নির্দেশ দিয়েছিল। গ্রেফতারি পরোয়ানাও ছিল পুলিশের কাছে। কিন্তু সেই গ্রেফতারি পরোয়ানা ছিঁড়ে ফেলে পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠল হুগলির মগরায়। ঘটনায় ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁদের চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক সকলকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, মামলাটি ২০২৩ সালের। সম্প্রতি সেই মামলায় দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রবিবার রাতে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে মগরা থানার বাসুদেবপুরের অধিকারীপাড়ায় গিয়েছিল পুলিশ। অভিযোগ, এলাকায় পুলিশের গাড়ি ঢুকতেই ঘিরে ধরে আক্রমণ করেন গ্রামবাসীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পুলিশকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তিও হয়। তাতে জখম হন তিন পুলিশকর্মী। ওই ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। পুলিশের কাজে বাধা, তাদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয় ১১ জনকে।
হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার বলেন, ‘‘গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও গ্রেফতার করতে বাধা দেওয়া হয়। রাস্তা আটকে বাধা দেওয়া হয় পুলিশের কাজে। পরে আরও পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। পুলিশের কাজে যারা বাধা দিচ্ছিল, তাদের বিরুদ্ধেও কেস করে আদালতে পাঠানো হয়েছে।’’
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম— তনেশ ঘোষ, সুজিত অধিকারী, কৌশিক গোস্বামী, দেবাশিস সরকার, দেবেশ অধিকারী, কুণাল অধিকারী, গৌতম বিশ্বাস, অমর স্বর্ণকার, প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ এবং ভাস্কর দাস।