মীনাক্ষী মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।
ইনসাফ যাত্রায় ৪৫তম দিনে ডিওয়াইএফ রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে তাঁকে লক্ষ্য করে ‘কু-কথা’র অভিযোগ তুললেন। রবিবার দুপুর দুটো নাগাদ শিমুরালি থেকে হরিণঘাটার বিরহীতে প্রবেশ করে ইনসাফ যাত্রা। অভিযোগ, ২.১৫ নাগাদ জাতীয় সড়ক পার করে মদনপুরের দিকে ইনসাফ যাত্রা আসার সময়ে মীনাক্ষীকে লক্ষ্য করে ট্রাফিক পুলিশের এক আধিকারিক গালিগালাজ করেন। এর পরেই প্রায় আধ ঘণ্টা পদযাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মীনাক্ষীর অভিযোগ, ‘‘ডিএসপি ট্রাফিক রানাঘাট গালিগালাজ করেছেন। তিনি বলেছেন, এখানে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, তা তিনি ঠিক করে দেবেন।’’ এর পরেই মীনাক্ষীকে বলতে শোনা যায়— ‘‘পুলিশের পোশাক ও স্টার এখন ভাড়া পাওয়া যায়— ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে ট্রাক থেকে পয়সা খাওয়ার জন্য। এই পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে আমাদের লড়তে হবে।’’ রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক দীপক অধিকারী বলেন, ‘‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’’ সিপিএমের ইনসাফ যাত্রাকে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, ‘‘যারা ৩৪ বছর গরিব মানুষকে কোনও রকম ইনসাফ দেয়নি, তারা আজকে নাটক করছে ইনসাফ যাত্রার কথা বলে।’’