কবীর সুমন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ সরকার —ফাইল চিত্র।
সঙ্গীতশিল্পী কবীর সুমন এবং কবি সুবোধ সরকারের সঙ্গে মতানৈক্য নিয়ে আনন্দবাজার অনলাইনের ফেসবুক লাইভে মুখ খুললেন কবি শ্রীজাত। তিনি স্পষ্ট জানালেন, ‘‘শিল্পী কবীর সুমন বা কবি সুবোধ সরকারের সঙ্গে কখনওই বিরোধ ছিল না। বিরোধ ছিল মানুষ কবীর সুমন এবং সুবোধ সরকারের সঙ্গে। কিন্তু তার জন্য কখনওই সুমনের গান শোনা বা সুবোধদার কবিতা পড়া বন্ধ করিনি।’’
সুমন আর সুবোধের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ আলাদা বলেই জানালেন শ্রীজাত। সুবোধের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘‘সুবোধদার সঙ্গে আমার ব্যক্তি সম্পর্ক অনেক বেশি গভীর। আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি। আমি যখন লেখালেখির জগতে প্রথম আসি, তখন আমাকে সব রকম ভাবে সহযোগিতা করেছিলেন ওঁরা। যখন আমার লেখা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছিল, তখন আমাকে আত্মিক ভাবে সমর্থন জানিয়েছেন ওঁরা। আমার দুঃসময় অন্নসংস্থানের ব্যবস্থা করেছেন সুবোধদা। সে সব ঘটনা কখনওই ভুলব না। কিন্তু সুবোধদার কিছু অবস্থান আমার আকস্মিক লেগেছে। তাই নিয়ে নিজের মতপ্রকাশ করেছি আমি। তার পর সুবোধদাও বলেছেন। তবে আবার যোগাযোগ তৈরি হয়েছে।’’
কিন্তু সুমনের সঙ্গে বিরোধে ঘটনাচক্রে জড়িয়ে পড়েছিলেন তিনি, জানালেন শ্রীজাত। তাঁর কথায়, ‘‘আমি মনে করি, মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি, বিরোধ সবই সাময়িক। তবে এটা জরুরি। কারণ, এগুলি না থাকলে তো মানুষের নিজস্ব কোনও অবস্থান থাকে না। সব বিষয়ে যদি সবাই সহমত হয়ে যায় তা হলে মানুষের মধ্যে কোনও বৈচিত্র থাকে না। কিন্তু শেষমেশ ওই মতানৈক্য সাময়িক। তবে গান, কবিতা সাময়িক নয়। মতানৈক্য যখন চরমে পৌঁছেছিল, তখনও আমার বাড়িতে নিয়মিত সুমনের গান বেজেছে। আমি নিজেকে শিল্পের থেকে বিচ্যুত করতে চাই না। কারণ, এতে ওর কোনও ক্ষতি নেই। ক্ষতিটা আমার। সুবোধদার এক জন পাঠক চলে গেলে তাঁর কোনও ক্ষতি হবে না। কবি সুবোধ সরকার বা সঙ্গীতশিল্পী কবীর সুমনের সঙ্গে আমার কোনও দিনই কোনও বিরোধ হয়নি। বিরোধ হয়েছে ওঁদের অবস্থানের সঙ্গে। বিরোধ হয়েছে মানুষ কবীর সুমন বা মানুষ সুবোধ সরকারের সঙ্গে।’’