বাড়তি দায়িত্ব থাকবে দুই অধিনায়ক বিরাট কোহলী ও কেন উইলিয়ামসনের উপর। ফাইল চিত্র
রবিবার টি২০ বিশ্বকাপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ভারত ও নিউজিল্যান্ড। যে দল জিতবে তারা সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। এই খেলার দিকে নজর থাকবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী দর্শকদের। রবিবার খেলা কখন শুরু হবে? কোন কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে খেলা। মোট চারটি চ্যানেলে দেখানো হবে খেলাটি। স্টার স্পোর্টস ১, ৩, এইচডি ১ ও এইচডি ৩-এ দেখানো হবে খেলা। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হটস্টারেও খেলা দেখা যাবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারত ও নিউজিল্যান্ড দু’দলকেই। তাই বাড়তি দায়িত্ব থাকবে দুই অধিনায়ক বিরাট কোহলী ও কেন উইলিয়ামসনের উপর। এখন দেখার রবিবারের মহারণে শেষ হাসি কে হাসেন।