গ্রামীণ চিকিৎসকদের জন্য দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের কাছে। —নিজস্ব চিত্র।
সব গ্রামীণ চিকিৎসকদের (ইনফর্মাল হেল্থ কেয়ার প্রোভাইডার বা আইএইচসিপি) নাম সরকারি ভাবে নথিভুক্ত করার দাবি জানাল প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য উপদেষ্টা নীলরতন নাইয়ার নেতৃত্বে রাজ্য সম্পাদক রবিউল আলম-সহ একটি প্রতিনিধি দল শুক্রবার এক গুচ্ছ দাবি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে দেখা করেছেন। নীলরতনের বক্তব্য, “২০১৬-১৭ সালে প্রথম বার গ্রামীণ চিকিৎসকদের নাম নথিভুক্ত হওয়ার পরে এখনও পর্যন্ত আর তা হয়নি। এমনকি, আগেও অনেকের নাম বাদ গিয়েছিল। সব আইএইচসিপি-দের নাম নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত চিকিৎসকদের দিয়ে ব্লক ও গ্রামীণ হাসপাতালে পাঠ্যক্রমের মাধ্যমে ছ’মাসের সাপ্তাহিক প্রশিক্ষণ দিয়ে তাঁদের শংসাপত্র দিতে হবে।” সংগঠনের দাবি, রাজ্যের দু’লক্ষ গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো গেলে স্বাস্থ্য পরিষেবারই উন্নতি হবে। সেই সঙ্গে ড্রাগ কন্ট্রোলের অফিস এবং পুলিশ-প্রশাসন এই গ্রামীণ চিকিৎসকদের নানা ভাবে হেনস্থা করে বলেও অভিযোগ করেছেন সংগঠনের নেতৃত্ব। তাঁদের দাবি, স্বাস্থ্য সচিব প্রয়োজনীয় পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন।