Nabanna Abhiyan

নবান্ন অভিযানের কারণে গঙ্গাসাগর থেকে ফেরা পুণ্যার্থীদের সমস্যার শঙ্কা, দৃষ্টি আকর্ষণ হাই কোর্টের

‘নবান্ন অভিযান’ হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির আশঙ্কায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মঙ্গলবার ফের এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৩:২১
Share:

বৃহস্পতিবারের ‘নবান্ন অভিযান’-এ আপত্তি জানিয়ে জনস্বার্থ মামলা হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গঙ্গাসাগর থেকে তীর্থযাত্রীরা ফেরার সময়ে ‘নবান্ন অভিযান’ হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারী এক আইনজীবী। আগামী বৃহস্পতিবার ওই ‘নবান্ন অভিযান’ হওয়ার কথা রয়েছে। এ দিকে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরেও পুণ্যস্নান করতে প্রচুর তীর্থযাত্রী গিয়েছেন। গঙ্গাসাগর থেকে ফেরার পথে অনেকেই কলকাতার উপর দিয়েই ফিরবেন। এমন অবস্থায় বৃহস্পতিবার নবান্ন কর্মসূচি হলে তীর্থযাত্রারা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন জনস্বার্থ মামলাকারী।

Advertisement

তবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের প্রশ্ন, “তীর্থযাত্রীরা তো ডায়মন্ড হারবারের দিক থেকে আসবেন। তা হলে সমস্যা কোথায়?” তাতে আইনজীবী জানান, কলকাতা হয়েই তাঁরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। সে ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যে পুলিশ রয়েছে, তা-ও জানান প্রধান বিচারপতি। তখন জনস্বার্থ মামলাকারী আইনজীবী আদালতে জানান, পূর্বে নবান্ন অভিযান ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। এ ক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি হলে প্রচুর তীর্থযাত্রী বাড়ি ফেরার সময় সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন মামলাকারী। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানি সম্ভব নয়। আগামী বৃহস্পতিবার মামলাটি শুনতে পারে আদালত।

গত সপ্তাহে মামলাকারী জানান, ওই কর্মসূচির ডাক দিয়ে সমাজমাধ্যমে পোস্টার ছড়িয়ে পড়েছে। আগামী ১৬ তারিখ দুপুর ১টায় ওয়েলিংটন স্কোয়্যারে জমায়েতের কথা বলা হয়েছে। সেখান থেকে মিছিল যাবে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের দিকে। স্লোগান দেওয়া হয়েছে, ‘রাত দখলের পর/ আজ দাবি দখল’। মামলায় তাঁর আরও বক্তব্য, কারা ওই কর্মসূচি ডাক দিয়েছে পোস্টারে তার উল্লেখ নেই। হঠাৎ এই কর্মসূচির কারণ কী? ওই কর্মসূচির অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি বলেও জানান মামলাকারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement