Fake Passport

ভুয়ো পাসপোর্ট মামলার নথি খতিয়ে দেখছে ইডি

ইডি সূত্রের দাবি, ভবানীপুর থানায় মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই মামলার নথি পর্যবেক্ষণ ও যাচাই করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:৩৫
Share:

ইডি সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতিতে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। —প্রতীকী চিত্র।

ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির মামলায় এ বার তৎপর হল ইডি। সম্প্রতি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পরে এই মামলায় কলকাতা পুলিশের এক প্রাক্তন অফিসার-সহ মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের মধ্যে এক ডাক-কর্মীর জামিন মঞ্জুর করেছেন আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় বিচারক।

Advertisement

ইডি সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতিতে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। তা ছাড়া, জেলা ও রাজ্য স্তরের পুলিশ এবং প্রশাসনের নিচুতলার কর্মীরা জড়িত রয়েছে বলেও তথ্য পাওয়া গিয়েছে। জালিয়াতির টাকায় পুলিশ ও প্রশাসনের নিচুতলার কর্মীরা লাভবান হয়েছেন বলেও অভিযোগ।

ইডি সূত্রের দাবি, ভবানীপুর থানায় মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই মামলার নথি পর্যবেক্ষণ ও যাচাই করা হচ্ছে। প্রয়োজনে ভবানীপুর থানার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রেকর্ড) দায়ের করে মামলা শুরু করা হতে পারে। ইডি সূত্রের দাবি, এ রাজ্য থেকে ভুয়ো নথির মাধ্যমে লক্ষাধিক পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য উঠে এসেছে।

Advertisement

প্রসঙ্গত, পাসপোর্ট জালিয়াতি মামলায় ডাক-কর্মীর জামিন মঞ্জুরের ক্ষেত্রে আলিপুর আদালতের বিচার বিভাগীয় বিচারকের পর্যবেক্ষণ, ওই ডাক-কর্মী পাসপোর্ট জালিয়াতির অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি শুধুমাত্র ডাকঘরে আসা পাসপোর্ট বিলি করেছিলেন। কলকাতা পুলিশের একাধিক কর্মী এই জালিয়াতিতে জড়িত। সে ক্ষেত্রে এক জন অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে মাত্র। কিন্তু জালিয়াতিতে জড়িত, বর্তমানে কর্তব্যরত পুলিশকর্মীদের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি নেই বলে প্রশ্ন তুলেছেন বিচারক। তাঁর আরও পর্যবেক্ষণ, ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট জালিয়াতি করা হয়েছিল। নথি যাচাইয়ের দায়িত্ব ছিল পুলিশের। সেই কারণে জালিয়াতির ক্ষেত্রে অন্যতম অভিযুক্ত পুলিশকর্মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement