— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মকর সংক্রান্তিতেও কনকনে শীতের দেখা মিলবে না বঙ্গে! এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ারও সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে ফের কিছুটা পারদপতন হতে পারে।
শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। বরং সোমবারের তুলনায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলের ভোরে তাপমাত্রা এক ধাক্কায় ২.৪ ডিগ্রি বেড়ে গিয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৪, কালিম্পঙে ৯.৩ এবং পুরুলিয়ায় ১১.১। ১৮ জানুয়ারির আগে রাজ্যে কোথাও সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণেই বাধা পড়ছে শীতে।
আপাতত বঙ্গের সর্বত্র আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেশির ভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।