PCC

সমাবেশের জন্য কমিটি কংগ্রেসে

তৃণমূল কংগ্রেসের ‘দুর্নীতি ও অপশাসন’ এবং বিজেপির ‘সাম্প্রদায়িক রাজনীতি’র প্রতিবাদে আগামী ১৫ জুন কলকাতায় শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ০৭:৫৭
Share:

তৃণমূল কংগ্রেসের ‘দুর্নীতি ও অপশাসন’ এবং বিজেপির ‘সাম্প্রদায়িক রাজনীতি’র প্রতিবাদে আগামী ১৫ জুন কলকাতায় শহিদ মিনার ময়দানে কেন্দ্রীয় সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। ওই কর্মসূচিকে সামনে রেখে প্রচার কমিটি গঠন করা হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে। কমিটি ৬ জনের। সেখানে রয়েছেন প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো, তিন সহ-সভাপতি অসিত মিত্র, মহম্মদ মুখতার ও দীপ্তিমান ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) মনোজ চক্রবর্তী এবং মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল। শহিদ মিনার ময়দানের সমাবেশের আগে মাসখানেক রাজ্য জুড়ে সভা ও প্রচার কর্মসূচি চলবে কংগ্রেসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement