adhir chowdhury

Adhir Chowdhury: মমতার কথা দিনে রাতে বদলায়, বিশ্বাস বা অবিশ্বাস করা অবান্তর, চিঠি নিয়ে মন্তব্য অধীরের

অধীর বলেন, ‘‘বীরভূমে হিংসার ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে। দিদি তাই ভয় পেয়ে গিয়েছেন। এই জন্যই এখন সবাইকে একজোট করার কথা বলছেন।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৫:৫৭
Share:

ফাইল ছবি।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী নেতানেত্রী ও অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন। ওই চিঠির বিষয়ে এ বার প্রতিক্রিয়া জানালেন লোকসভায় কংগ্রেসের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, মমতার বক্তব্য সর্বদা পরিবর্তিত হয়, তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস, কোনওটাই করা যায় না।

অধীর কটাক্ষ করে বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কখনও বলেন, আমাদের সবাইকে বিজেপি-র বিরুদ্ধে একজোট হতে হবে। আবার কখনও বলেন, বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে একজোট হতে হবে। কখনও কখনও তাঁর মুখে শোনা গিয়েছে, কংগ্রেসকে খতম করতে হবে। তাঁর বক্তব্য সবসময় বদলে বদলে যায়। তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস— কিছুই করছি না।’’

Advertisement

অধীর বলেন, ‘‘আমরা বীরভূমে হিংসার ঘটনায় হাই কোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম। দিদি তাই ভয় পেয়ে গিয়েছেন। এই জন্যই এখন সবাইকে ডেকে এক জোট করার কথা বলছেন। বাংলার সরকার কেন দোষীদের এখনও ধরতে পারল না? আগে তাঁর নিজের রাজ্য দেখা উচিত।’’

কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থা ও বিচারব্যবস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে চাইছে। তারই সম্মিলিত প্রতিবাদের লক্ষ্যে বিরোধীদের এক সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়ে বিরোধী নেতানেত্রীদের চিঠি লিখেছেন মমতা। এ বার সেই চিঠির প্রেক্ষিতে মমতাকেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement