TMC

রাজ্যসভায় ভোটের জল্পনা পার্থের মন্তব্যে

সরাসরি তৃণমূল প্রার্থীর জন্য দলত্যাগী বিধায়কদের সমর্থন চাইতে অসুবিধা হবে বুঝেই কি নির্দল প্রার্থীর কথা বলা হচ্ছে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০২:৫৭
Share:

বাম ও কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিধানসভায় বুধবার।—নিজস্ব চিত্র।

পঞ্চম প্রার্থীর সম্ভাবনা ভাসিয়ে দিয়েই বুধবার রাজ্যসভা ভোটে দলের চার প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া শুরু করল তৃণমূল।

Advertisement

তৃণমূলের সুব্রত বক্সী এবং দীনেশ ত্রিবেদী মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার । বাকি দুই প্রার্থী অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নূর মনোনয়ন জমা দেবেন কাল, শুক্রবার। বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য মনোনয়ন জমা দেবেন আজ, বৃহস্পতিবার।

দলগত শক্তির বিচারে রাজ্যে রাজ্যসভার পাঁচটি আসনের মধ্যে চারটিতে তৃণমূলের জয় নিশ্চিত। কংগ্রেসের সঙ্গে জোটের পরে পঞ্চম আসনে জয় নিয়ে বামেদেরও চিন্তার বিশেষ কারণ নেই। সে দিক থেকে দেখলে ভোটাভুটির সম্ভাবনা কম। কিন্তু এ দিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পঞ্চম আসনে আমরা কোনও নির্দল প্রার্থীকে সমর্থন করতে পারি।’’ সে ক্ষেত্রে পাঁচটি আসনের জন্য যদি ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দেন এবং সকলের মনোনয়নপত্র যথাযথ থাকে, তা হলে নিয়ম মেনে ভোটাভুটি হবে।

Advertisement

পার্থবাবুর মন্তব্যের পরে বিরোধীদের অভিযোগ, পঞ্চম আসন জেতার শক্তি নেই জেনেও তৃণমূল নির্দল প্রার্থীর সম্ভাবনার কথা বলে জল ঘোলা করতে নেমেছে। তাঁদের আরও প্রশ্ন, সরাসরি তৃণমূল প্রার্থীর জন্য দলত্যাগী বিধায়কদের সমর্থন চাইতে অসুবিধা হবে বুঝেই কি নির্দল প্রার্থীর কথা বলা হচ্ছে?

কংগ্রেসের এক বর্ষীয়ান বিধায়ক বলেন, ‘‘নির্দল প্রার্থীর প্রস্তাবক হবেন কারা? তৃণমূল বিধায়কেরা প্রস্তাবক হলে প্রার্থী তো তাঁদেরই হবে! তা হলে সরাসরি তৃণমূল প্রার্থী নয় কেন? পঞ্চম আসনে জেতা যাবে না বুঝে এবং বিজেপিতে চলে যাওয়া বিধায়কদের সমর্থন নিতেই কি এমন কৌশল?’’ সিপিএমের এক বিধায়কের মন্তব্য, ‘‘শাসক দলের নির্দল প্রার্থীকে হারিয়ে জয় পেলে আমাদেরই মনোবল বাড়বে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement