Election Commission

গ্রামে গ্রামে ঢুকে একটি দলকে ভোট দিতে বলছে বিএসএফ, কমিশনে নালিশ পার্থর

দিলীপ ঘোষ পাল্টা বলেন, ‘‘বিএসএফ শান্তিপূর্ণ ভোট করার জন্যই রয়েছে। কিন্তু গরু পাচার রুখে দিচ্ছে বলে ভয় পাচ্ছে তৃণমূল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৬:১৮
Share:

সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র

গ্রামে গ্রামে গিয়ে একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য ভয় দেখাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজেপি-র নাম না করে নির্বাচন কমিশনে এই নালিশ ঠুকে এল তৃণমূল। কমিশনের ফুল বেঞ্চের বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ কথা জানিয়েছেন। তবে কমিশনের উপর যে তাঁদের আস্থা আছে, সে কথাও জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার প্রথমে রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহের সঙ্গে বৈঠক করেন কমিশন কর্তারা। এর পর রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসে ফুল বেঞ্চ। ওই বৈঠকে রাজনৈতিক দলগুলি নিজেদের অভিযোগ ও মতামত জানিয়েছে।

বৈঠকে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পার্থ। তিনি বলেন, ‘‘রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিএসএফ জওয়ানরা ভোটারদের ভয় দেখাচ্ছেন। গ্রামবাসীদের বলছেন, ভোট না দিলে টিকতে পারবেন না। জেলাশাসক, পুলিশ সুপার— ওঁরা তো সারাক্ষণ থাকবেন না। আমরাই থাকব।’’ অভিযোগ রয়েছে ইভিএম নিয়ে। পার্থর কথায়, ‘‘ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে রাজনৈতিক প্রতিনিধিরা যতক্ষণ সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ মক পোল করতে হবে।’’

Advertisement

যদিও এর পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের পর বলেন, ‘‘বিএসএফ শান্তিপূর্ণ ভোট করার জন্যই রয়েছে। কিন্তু গরু পাচার রুখে দিচ্ছে বলে ভয় পাচ্ছে তৃণমূল।’’

কয়েক দিন আগেই রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দিলীপ একটি রাজনৈতিক সভায় অভিযোগ করেছিলেন, রোহিঙ্গা এবং বাংলাদেশের বহু ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। এ প্রসঙ্গে দিলীপকে কটাক্ষ করে তৃণমূলের মহাসচিব বলেন, ‘‘দিশেহারা ঘোষ অভিযোগ করেছেন রোহিঙ্গারা ভোটার তালিকায় ঢুকেছেন। কিন্তু তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। এ ভাবে কমিশনের উপর চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement