Corona

করোনা চিকিৎসায় বেশি বিল, চার হাসপাতালকে, পাঁচ লক্ষাধিক টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

কেষ্টপুরে একই পরিবারের ৩ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যান গত মে মাসে। ওই পরিবারকে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৯:৩৪
Share:

ছবি-- সংগৃহীত

শহরের চার হাসপাতালের বিরুদ্ধে করোনা চিকিৎসায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এর মধ্যে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় জীবনদায়ী অক্সিজেনের দামও বেশি নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সোমবার রাজ্য স্বাস্থ্য কমিশন অভিযুক্ত ওই হাসপাতালগুলিকে অভিযোগকারীদের টাকা ফেরতের নির্দেশ দিল। সব মিলিয়ে ফেরতের পরিমাণ ৫ লক্ষ ৪৩ হাজার ৩২১ টাকা।

Advertisement

কেষ্টপুরের একই পরিবারের ৩ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা যান গত মে মাসে। ওই পরিবারের কর্ত্রী লীনা বাগচি এবং তাঁর ছেলে শুভময় বাগচির চিকিৎসা হয়েছিল রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে। দু’জনের চিকিৎসায় ১১ লক্ষ টাকা খরচ হলেও শেষরক্ষা হয়নি। ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকা লীনার অক্সিজেনের জন্যই খরচ হয় ১ লক্ষ ৮৩ হাজার টাকা। তাঁর ছেলে শুভময় ১৪ দিন করোনার সঙ্গে লড়াই চালিয়ে, শেষ পর্যন্ত মারা যান। তাঁর অক্সিজেনের বিল হয় ১ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুধু অক্সিজেন খরচই নয়, আরও অনেক ক্ষেত্রে বেশি বিল নিয়েছিল ওই হাসপাতাল। তাই তাদের মোট বিলে ৪ লক্ষ ৩৩ হাজার টাকা ছাড় দিতে বলা হয়েছে।’’ ওই একই হাসপাতালকে অন্য একটি অভিযোগে ৩০ হাজার টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কমিশন।

এ ছাড়াও কমিশন বাইপাসের ধারের দুই হাসপাতালকেও টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। একটিকে ৪০ হাজার এবং অন্য বেসরকারি হাসপাতালকে ১৬ হাজার ৩২১ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে কমিশন। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালকেও অভিযোগকারীকে ২৪ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement