Abdul Mannan

জোড়া ঘোষণায় প্রশ্ন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ০৬:০৭
Share:

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ঘোষণা নিয়ে প্রশ্ন তুললেন দুই বিরোধী নেতা। ভিডিয়ো কনফারেন্সে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় বিনা পয়সায় করোনার চিকিৎসা হচ্ছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বক্তব্য, ‘‘প্রতিদিন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, বেড না পেয়ে মানুষ হয়রান হচ্ছেন। ঘুরে ঘুরে অনেকের মৃত্যু হচ্ছে। আবার বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে ১০ লক্ষ, ১৫ লক্ষ টাকা দিতে হচ্ছে। এর পরে তো মানুষকে আমাদের ডাক দিতে হবে, চিকিৎসার খরচের টাকা ফেরত নিতে নবান্ন যান!’’ আগামী ৫ সেপ্টেম্বর থেকে দফায় দফায় স্কুল খোলার পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর প্রশ্ন, ‘‘শিশু সন্তানেরা কি পরীক্ষার গিনিপিগ? বিধায়কেরা নেতৃত্বস্থানীয়, সুবিধা অনেক। তাঁদের বিধানসভা ভয়ে বন্ধ থাকবে অথচ সন্তানদের স্কুল খুলে দেবেন? আগে বিধানসভা খুলুন, তার পরে স্কুল খোলার কথা ভাববেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement