Jute Mill

৩০ শতাংশের বেশি কর্মী নয় চটকলে, নির্দেশিকা জারি রাজ্যে

৩০ শতাংশ কর্মী নিয়েই কারখানার কাজ চলবে, চটকলের জন্য নির্দেশিকা জারি রাজ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ২০:৫৪
Share:

চটকল ফাইল চিত্র

ভোট-পর্ব মিটতেই রাজ্যের কোভিড পরিস্থিতির মোকাবিলায় একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গের মমতা সরকার। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বার রাজ্যের চটকলগুলোর জন্যও নির্দেশিকা জারি করা হল নবান্ন থেকে।

Advertisement

চটকলের জন্য জারি করা নির্দেশিকায় রাজ্যের মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, এ বার থেকে মাত্র ৩০ শতাংশ কর্মী নিয়েই কারখানার কাজ চলবে। অর্থাৎ, কারখানায় একসঙ্গে মোট কর্মীর ৩০ শতাংশই উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও স্পষ্ট নির্দেশ দিয়ে জানানো হয়েছে, প্রত্যেক কর্মীকেই মাস্ক পরা, শারীরিক দূরত্ব বিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement