Stock Market Up

সেনসেক্স বেড়েছে প্রায় ৫০০, নিফটি ২৪ হাজার ছুঁইছুঁই, বড়দিনের আগে লগ্নিকারীদের ভরল পকেট

বড়দিনের মুখে অবশেষে বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি পেলেন লগ্নিকারীরা। সোমবার, ২৩ ডিসেম্বর সেনসেক্স ও নিফটি বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০০ ও ১৭০ পয়েন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯
Share:

—প্রতীকী ছবি।

বড়দিনের মুখে অবশেষে ঊর্ধ্বমুখী হল বাজার। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে লগ্নিকারীদের মুখে ফুটেছে হাসি। সোমবার, ২৩ ডিসেম্বর প্রায় ৫০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাশাপাশি প্রায় ১৭০ পয়েন্ট বৃদ্ধি দেখা গিয়েছে নিফটিতে। দু’টি বাজারেরই সূচক উপরের দিকে ওঠায় মোটা টাকা পকেটে এসেছে বিনিয়োগকারীদের।

Advertisement

এ দিন ৭৮,৪৮৮.৬৪ পয়েন্টে খোলে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। আর দিন শেষে ৪৯৮.৫৮ পয়েন্টে বেড়ে ৭৮,৫৪০.১৭-তে পৌঁছয় সেনসেক্স। অর্থাৎ এই বাজারে সূচক বেড়েছে ০.৬৪ শতাংশ। সোমবার দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮,৯১৮.১২ পয়েন্টে উঠে যায় সেনসেক্স।

একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এই বাজার বন্ধ হওয়ার সময়ে নিফটি ৫০-এর সূচক থেমেছে ২৩,৭৫৩.৪৫ পয়েন্টে। অর্থাৎ ১৬৫.৯৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বাজার। দিনের শুরুতে নিফটি দাঁড়িয়েছিল ২৩,৭৩৮.২০ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৮৬৯.৫৫ পয়েন্ট উঠেছিল এই সূচক।

Advertisement

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী এ দিন নিফটিতে সবচেয়ে লাভ করেছেন জেএসডব্লু স্টিল, আইটিসি, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, ইন্ডাসইণ্ড ব্যাঙ্ক এবং ট্রেন্টের শেয়ারে লগ্নিকারীরা। আবার হিরো মোটোকর্প, মারুতি সুজ়ুকি, নেসলে ইন্ডিয়া, এইচসিএল টেকনোলজ়িস এবং বজ়াজ ফিনসার্ভের বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসান হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এর প্রভাবেই চাঙ্গা হচ্ছে ভারতীয় শেয়ার বাজার। ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজার চাঙ্গা থাকার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। ক্ষেত্র বিশেষে এ দিন ব্যাঙ্ক, এফএমসিজি, সংকর-ধাতু, তেল ও গ্যাস এবং শক্তি সংস্থাগুলির স্টকের দর ০.৫ থেকে এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ০.৪ শতাংশ কমেছে গণমাধ্যম সংস্থার শেয়ারের দাম।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement