Haryana Brick Kiln Collapse

গভীর রাতে হরিয়ানায় দেওয়াল ধসে পড়ে চার শিশুর মৃত্যু, আহত আরও একাধিক, তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধানার ওই ইটভাটায় কাজ করা বেশির ভাগ শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা। ভাটায় চিমনির পাশে ইট বানানো ও স্তম্ভ বসানোর কাজ চলছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯
Share:

ভেঙে পড়ল দেওয়াল। ছবি: সংগৃহীত।

গভীর রাতে ধসে পড়ল ইটভাটার দেওয়াল। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক জন। রবিবার রাতে হরিয়ানার হিসার জেলার বুধানা গ্রামে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সোমবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃত চার শিশুর নাম নিশা (৩ মাস), সুরজ (৯), নন্দিনী (৫) এবং বিবেক (৯)। তাদের পরিবার ইটভাটায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। রোজকার মতো রবিবার রাতেও ওই শিশুরা ইটভাটায় নিজেদের পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল। তখনই ঘটে দুর্ঘটনা। আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ে দেওয়াল। তার নীচে চাপা পড়ে যায় সাত জন শিশু। কোনও মতে তিন জনকে উদ্ধার করা গেলেও বাকিদের বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন শিশুর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধানার ওই ইটভাটায় কাজ করা বেশির ভাগ শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা। ভাটায় চিমনির পাশে ইট বানানো ও স্তম্ভ বসানোর কাজ চলছিল। সে জন্য সম্প্রতি বেশ কিছু শ্রমিক তাঁদের পরিবার-সহ বুধানায় এসেছিলেন। হানসির পুলিশ সুপার হেমন্ত কুমার মিনা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হিসার সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সঙ্গে দেখাও করেছেন পুলিশ সুপার।

Advertisement

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, মৃত শিশুদের পরিবার উত্তরপ্রদেশের অম্বেডকরনগর জেলার বাধভ গ্রামের বাসিন্দা। তবে ঘটনায় এখনও পর্যন্ত মৃত শিশুদের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের হলে সেই মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement