ফাইল চিত্র।
দূরপাল্লার তো বটেই লোকাল ট্রেনে সফর করার সময়েও অনেকেই এখন অনলাইনে টিকিট কাটতে অভ্যস্ত। শনিবার রাতে সেই সুবিধাই পাওয়া যাবে না তিন ঘণ্টার জন্য। ভারতীয় রেলের পূর্ব ক্ষেত্রের অনলাইন ব্যবস্থার উন্নতির জন্য মধ্যরাতে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী শনিবার রাত সাড়ে ১২টা থেকে পরিষেবা পাওয়া যাবে না। ক্যালেন্ডারের হিসাবে অবশ্য রবিবার ১৭ জুলাই। রাত সাড়ে ৩টে পর্যন্ত টিকিট কাটা-সহ অন্যন্য অনলাইন সুবিধা পাওয়া যাবে না। রেলের তরফে জানানো হয়েছে কলকাতায় রেলের পিআরএস ডেটা কেন্দ্রে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলবে সেই সময়ে।
রেল জানিয়েছে পিআরএস (প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম) বন্ধ থাকায় ওই সময় টিকিট কাটা ছাড়াও অনলাইনে ট্রেনের খোঁজ নেওয়াও যাবে না। চার ঘণ্টা পরের কোনও সফরের টিকিট কাটার জন্য যে কারেন্ট বুকিং সুবিধা পাওয়া যায় সেটাও বন্ধ থাকবে। এ ছাড়াও অংসরক্ষিত টিকিট কাটার অ্যাপ ইউটিএস (আনরিজার্ভড টিকেটিং সিস্টেম), পার্সেল ম্যানেজমেন্ট, ইত্যাদিও ওই তিন ঘণ্টা বন্ধ থাকবে।
রেল জানিয়েছে, পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেল, ইস্ট কোস্ট রেল, দক্ষিণ-পূর্ব মধ্য রেল, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেল এবং পূর্ব-মধ্য রেলের যাত্রীরা ওই সময় পরিষেবা পাবেন না।