ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের খুঁটিপুজো করলেন নিজস্ব চিত্র।
দু’বছর পর হচ্ছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। সেই সমাবেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেল। বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে খুঁটি পুজো করলেন তৃণমূলের বরিষ্ঠ নেতারা। নারকেল ফাটিয়ে খুঁটি তৈরির কাজে সূচনা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাপস রায়। এ ছাড়া ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, যুবনেতার সৌম্য বক্সী ও উত্তর কলকাতা তৃণমূলের মহিলা নেত্রী শ্রেয়া পান্ডে।
পার্থ বলেন, ‘‘আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হল। দু’বছর ভার্চুয়ালি দিকনির্দেশ শুনেছি। এ বার সুযোগ এসেছে মমতার দিকনির্দেশ মঞ্চ থেকেই শোনার। তাই সব জেলা থেকেই কর্মীরা আসবেন। তাঁদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমরা প্রস্তুতি শুরু করলাম। ওইদিন রেকর্ড সংখ্যক কর্মী সমাবেশ হবে।’’ করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের প্রথম বার ২১ জুলাইয়ের সমাবেশ হয় ভার্চুয়ালি। ২০২১ সালে তৃতীয় বার ক্ষমতায় প্রত্যাবর্তনের পরেও করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই সমাবেশ সীমাবদ্ধ ছিল ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু দু’বছর পর আবার পুরোনো আকারেই সমাবেশ করতে চান তৃণমূল শীর্ষ নেতৃত্ব।