TMC

Goa TMC: ফের গোয়া কংগ্রেসে ভাঙন, এক ঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফেলেইরো ও গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্রর হাত ধরে কংগ্রেস নেতারা যোগদান করেন বাংলার শাসকদলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৪:৪৬
Share:

গোয়ায় মহুয়া মৈত্রর হাত ধরে একঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে। টুইটার থেকে নেওয়া ছবি।

ফের গোয়া কংগ্রেসে ভাঙন। আবারও এক ঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে। শনিবার গোয়ায় তৃণমূলের কার্যালয়ে এসে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন ওই নেতারা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লুইজিনহো ফেলেইরো ও গোয়া তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্রর হাত ধরে কংগ্রেস নেতারা যোগদান করেন বাংলার শাসকদলে।

Advertisement

উত্তর গোয়া জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্কর ফড়ে, রুদ্রাহা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী মীণাক্ষী মেগু নায়েক ও গোয়ার যুব কংগ্রেস নেতা নীতেশ পণ্ডিতের মতো নেতারা দলবদল করেছেন। তাঁদের সঙ্গেই শতাধিক কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। শুক্রবারই কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছেন আপ নেতা হোসে ভিনসেন্ট গোমেজ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার দিনের গোয়া সফরের পর থেকেই প্রায় প্রতি দিন নিয়ম করে গোয়ার বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান চলছে বলে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সহ-সভাপতি ফেলেইরো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement