দিল্লিতে গাড়ির ভিতর থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা! — প্রতিনিধিত্বমূলক চিত্র।
রোজকার মতোই এক এক করে গাড়ি থামিয়ে চলছিল নাকা তল্লাশি। তখনই গাড়ির ভিতর থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা! মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই গাড়ি থেকে নগদ ৪৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশের স্ট্যাটিক সার্ভেলেন্স টিম (এসএসটি)-এর কর্তারা। তখনই একটি গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়। গাড়িটি চালাচ্ছিলেন ওয়াসিম মালিক নামে বছর ২৪-এর এক যুবক। জেরায় নিজেকে লোহার ছাঁটের ডিলার হিসাবে পরিচয় দেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই যুবক সঙ্গম বিহারেরই বাসিন্দা। এর পরেই সন্দেহভাজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তবে তাঁর গাড়িতে ওই নগদ টাকা কোথা থেকে এল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই যুবক। নগদ টাকার পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ওই যুবকের কাছে এত টাকা এল, তা জানতে শুরু হয়েছে তদন্তও।
আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে মূল লড়াই আপের। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। গত ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। যদিও ভোটের আবহে দিল্লির নানা প্রান্তে অল্পবিস্তর বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের প্রহরাও। সপ্তাহখানেক আগেই শহরের বিভিন্ন জায়গা থেকে মোট ২১ কোটি টাকার নগদ এবং মাদক উদ্ধার হয়েছে। এর মধ্যে শুধু দক্ষিণ দিল্লিতেই বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লক্ষ টাকা।