মিম থেকে সাবধান, হুঁশিয়ারি সোমেনেরও

প্রদেশ সভাপতির মতে, এ রাজ্যেও কিছু মানুষ শুধু ‘ভাযণ দিয়ে সংখ্যালঘুর নেতা’ হতে চাইছে। তাঁদের কাছ থেকে ধর্মনিরপেক্ষতার পাঠ নেওয়ার কিছু নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৪
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এ বার প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আসাদউদ্দিন ওয়াইসির মজলিস-এ-ইত্তেহাদ উল-মুসলিমীন (মিম) আসলে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য বাংলার রাজনীতির ময়দানে নামছে বলে সতর্ক করে দিলেন সোমেনবাবুও। বিধান ভবনে শুক্রবার সোমেনবাবু বলেন, ‘‘এই রাজ্যের মানুষকে মিম-এর থেকে সাবধান থাকতে অনুরোধ করছি। এরা মুসলিমদের স্বঘোষিত নেতা বলে জাহির করে। কিন্তু আসলে ওরা বিজেপির সহযোগী। দেশের প্রায় সব নির্বাচনেই কিছু ভোট নষ্ট করে বিজেপির সুবিধা করে দেয়!’’ প্রদেশ সভাপতির মতে, এ রাজ্যেও কিছু মানুষ শুধু ‘ভাযণ দিয়ে সংখ্যালঘুর নেতা’ হতে চাইছে। তাঁদের কাছ থেকে ধর্মনিরপেক্ষতার পাঠ নেওয়ার কিছু নেই। আগে মমতাও অভিযোগ করেছিলেন, হায়দরাবাদ থেকে টাকা এনে মিম এ রাজ্যে মুসলিমদের সমর্থন আদায় করে বিজেপিকে সাহায্য করতে চাইছে। তবে সোমেনবাবুর একই সঙ্গে অভিযোগ, এনআরসি নিয়ে বিজেপি ও তৃণমূল দু’দলই ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement