ফুলবদলের পর অভিষেকের সঙ্গে বাক্সবদল করতে চান বাবুল। নিজস্ব চিত্র।
ফুলবদল হয়েছে শনিবার। আর রবিবারই অভিষেকের সঙ্গে বাক্সবদল করার ঘোষণা করে দিলেন বাবুল। বিজেপি-তে থাকাকালীন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি যুদ্ধ চলেছিল তাঁর। কিন্তু এখন সেই অভিষেকই তাঁর নেতা। তৃণমূলে যোগদানের পর রবিবার কলকাতার এক হোটেলে প্রথম সাংবাদিক বৈঠক করেন বাবুল সুপ্রিয়। সেখানেই প্রশ্ন ওঠে, বিজেপি-তে থাকাকালীন অভিষেকের সঙ্গে আইনি লড়াই চলেছিল তাঁর, হয়েছিল পত্রযুদ্ধও। সেই যুদ্ধের পরিণতি কী হবে? এমন প্রশ্নের উত্তরে কৌশলী জবাব দেন আসানসোলের গায়ক সাংসদ।
বাবুল বলেন, ‘‘এ বার আমরা সুটকেসটা অদলবদল করে নেব। ও আমাকে যে চিঠিগুলো পাঠিয়েছিল সেইগুলো আমি ওকে ফেরত পাঠিয়ে দেব। আর আমি যে চিঠিগুলো ওকে পাঠিয়েছিলাম, সেই চিঠিগুলো ও আমাকে ফের়ত দিয়ে দেবে। বাক্স বদল করে নেব।’’ নিজের এমন অবস্থান প্রসঙ্গে সাফাইও দেন তিনি। বাবুলের কথায়, ‘‘যখন যেখানে দাঁড়িয়ে যে অভিযোগটা সঠিক বলে মনে করেছি, তখন সেই অভিযোগ করেছি। মানুষের স্বার্থেই এই অভিযোগ করেছি। তবে এক দল থেকে আরেক দলে এলাম বলে রাজনীতির ব্যকরণ বদলে যাবে এমনটা নয়। বাক্স বদলের সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়ায় আমার করা পোস্ট যা আমাকে বিড়ম্বনায় ফেলতে পারে, তা আমি মুছব না।’’