Mamata Banerjee & Babul Supriyo: ২০২৪ সালে দেশের ‘হোপ’ দিদিই, প্রথম সাংবাদিক বৈঠকেই বোঝালেন বাবুল

কেন মমতা বিরোধী হিসেবে প্রধানমন্ত্রী পদে এগিয়ে? নিজেই এমন প্রশ্নের জবাব দিয়েছেন সদ্য তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৬
Share:

২০১৪ সালের লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদে মমতাকেই এগিয়ে রাখলেন বাবুল। ফাইল চিত্র।

২০২৪ সালে দিদিই দেশের বড় ভরসা। রবিবার তৃণমূলের হয়ে প্রথম সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। আগামী লোকসভা ভোটে কাকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান? এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, ‘‘সবচেয়ে পপুলার মানুষটিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই পপুলার মানুষদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম সে বিষয়ে কোনও সন্দেহ আছে নাকি! নিশ্চয়ই নেই।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৪ সালে মোদীজি ওয়াজ দ্য হোপ। ২০২৪ সালে আমি যে দলে আছি, তার পুরোধা যিনি, তিনি যে হোপফুল লিস্টের প্রথমে থাকবেন, এতে কোনও ব্যাকারণগত ভুল নেই।’’

Advertisement

কেন মমতা বিরোধী হিসেবে প্রধানমন্ত্রী পদে এগিয়ে? এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। বাবুলের কথায়, ‘‘বিরোধী মুখ হিসেবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী ব্যক্তিত্ব এবং মুখ। যা হবে তা মানুষের সামনেই থাকবে। এটা তো এখন সত্যি বটেই। বিরোধী নেতারাও মানেন। মমতাদিও তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন, তাঁরাও মমতাদির সঙ্গে যোগাযোগ রাখছেন।’’ বিধানসভা ভোটে তৃণমূলের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এটা অস্বীকার করার উপায় নেই এক মাস দেড়মাস আগে অবধি বিজেপি-র কর্মী ছিলাম। আমার সেই দলের যিনি নেতা, তাঁর কথাই আমি বলতাম। আবার এটাও সত্যি কথা, পশ্চিমবঙ্গের মানুষ ওঁকে (মমতা) সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement