ছিনতাইয়ের অভিযোগে গত কয়েকদিনে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা। এদের বিরুদ্ধে মহিলাদের ব্যাগ ও হার ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এদের জেরা করে পুলিশ জানতে পেরেছে এরা প্রায় সকলেই নেশাসক্ত। মূলত ভিড় এলাকায় আগে ছিনতাই করলেও পরে এরা কাজের ধরণ বদলেছে। বর্তমানে ফাঁকা রাস্তায় বাইক নিয়ে ছিনতাই করে তাঁরা।