রেললাইনের উপর ঘুরে বেড়াচ্ছে সিংহ। ছবি: সংগৃহীত।
রেললাইনের উপর ঘুরে বেড়াচ্ছিল সিংহ। লোকালয়ে সিংহ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়। তা ছাড়া ওই লাইন ধরে একের পর এক ট্রেন ছুটে যায়। ফলে ট্রেনের সঙ্গে সিংহের ধাক্কা লাগারও সম্ভাবনা ছিল। রেললাইনে সিংহ ঘুরে বেড়ানোর খবর ঘিরে হুলস্থুল পড়তেই বন দফতরের কাছে খবর যায়।
সিংহটিকে উদ্ধারের জন্য বন দফতর থেকে বনকর্মীরা আসেন। এক বনকর্মী লাঠি নিয়ে সিংহটিকে তাড়া করেন। তার পর সেটিকে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে সেটি আবার জঙ্গলের দিকে চলে যায়। বনকর্মীর এই কাণ্ড দেখে স্থানীয়েরা স্তম্ভিত হয়ে যান।
এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) দাবি করা হচ্ছে, ঘটনাটি গুজরাতের ভাবনগর জেলার। সেখানে লিলিয়া নামে একটি স্টেশনের কাছে রেললাইনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সিংহটিকে। রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল সিংহটি। পশ্চিম রেলের জনসংযোগ আধিকারিক শম্ভুজি জানিয়েছেন, ঘটনাটি ৬ জানুয়ারির। বিকেল ৩টে নাগাদ লিলিয়া স্টেশনের কাছে এলসি-৩১ রেলগেটের কাছে সিংহটিকে দেখতে পান রেলকর্মী এবং স্থানীয়েরা। তার পরই বন দফতরকে খবর দেওয়া হয়।