Australian Open 2025

অস্ট্রেলিয়ান ওপেনের সূচি ঘোষিত, কোয়ার্টার ফাইনালেই হতে পারে জোকোভিচ-আলকারাজ়

রবিবার থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Share:

নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়। —ফাইল চিত্র।

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়ের। রবিবার থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে।

Advertisement

জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ওয়াইল্ড কার্ডে সুযোগ পাওয়া ১৯ বছরের নিসেস বাসাভেরেড্ডির বিরুদ্ধে। আলকারাজ়ের প্রথম ম্যাচ অ্যালেক্সান্ডার শেভচেঙ্কোর বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে হতে পারে জোকোভিচ এবং আলকারাজ়কে।

গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জোকোভিচ। কিন্তু কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। এই বছর তিনি কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ঝাঁপাবেন। নতুন কোচ অ্যান্ডি মারের প্রশিক্ষণে প্রথম বার গ্র্যান্ড স্ল্যামে নামতে চলেছেন। যে নজির গড়তে আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে হবে জোকোভিচকে। ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি। আলকারাজ় এখনও এই গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।

Advertisement

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইয়ানিক সিনার। তিনিই শীর্ষ বাছাই। তাঁর সঙ্গে সেমিফাইনালে দেখা হতে পারে অ্যালেক্সান্ডার জেরেভের। কোয়ার্টার ফাইনালেও ইয়ানিকের সামনে কঠিন লড়াই। অস্ট্রেলিয়ার এক নম্বর টেনিস খেলোয়াড় অ্যালেক্স ডি মিনিয়রের বিরুদ্ধে খেলতে হতে পারে তাঁকে। তবে এখনও অবধি ন’বার খেলে প্রতি বারই সিনার জিতেছেন তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement