নিজস্ব চিত্র
স্ত্রীর প্রেমিকের বুকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম গোবিন্দ প্রামাণিক (৩০)।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন ভিঙ্গল গ্রামের যুবক গোবিন্দ। সেই ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন কৃষ্ণপদ। মঙ্গলবার রাতে ওই এলাকার কনুয়া সেতু দিয়ে সাইকেল চালিয়ে চাঁচলে যাচ্ছিলেন গোবিন্দ। সে সময় ওই সেতুতেই দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণপদ। তখন গোবিন্দকে দেখতে পান তিনি। তাঁর পথ আটকান কৃষ্ণপদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এর পরই দু’জনের মধ্য বচসা শুরু হয়। বচসা চলাকালীন হঠাৎ গোবিন্দর বুকে ছুরি মারেন কৃষ্ণপদ। তার পর তাঁকে সেতু থেকে ফেলে সেখান থেকে চম্পট দেন তিনি।
এই ঘটনাটি কয়েক জন দেখে ফেলেন। তার পর তাঁরাই পুলিশে খবর দেন। স্থানীয়দের সহযোগিতায় গোবিন্দকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল জানায়, পথেই মৃত্যু হয়েছে গোবিন্দর। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী আধিকারিক অতুল প্রসাদ মিশ্র জানান, অভিযুক্ত কৃষ্ণপদর সঙ্গে ১৮ বছর আগে সাগরিকার বিয়ে হয়। তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা কৃষ্ণপদকে ছেড়ে গ্রামেরই যুবক গোবিন্দর সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার রাতে গোবিন্দকে একা পেয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন কৃষ্ণপদ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদকে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ।