Tea Garden

দুর্গাপুজোর বোনাস নিয়ে জট, বৃহত্তর আন্দোলনের হুমকি দুই চা বাগানের শ্রমিকদের

মেটেলি ব্লকের নাগেশ্বরী এবং কিলকোট চা বাগানের শ্রমিকরা বোনাসের দাবিতে ইতিমধ্যেই আন্দোলনের নেমেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৬:৪৮
Share:

আন্দোলন নিয়ে চা বাগানের গেটে বৈঠক শ্রমিকদের। নিজস্ব চিত্র।

পরের সপ্তাহেই দুর্গাপুজো। কিন্তু বোনাস নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ ডুয়ার্সের দুই চা বাগানের শ্রমিকরা। মেটেলি ব্লকের নাগেশ্বরী এবং কিলকোট চা বাগানের শ্রমিকরা বোনাসের দাবিতে ইতিমধ্যেই আন্দোলনের নেমেছেন। কাজের পাশাপাশিই চলছে তাঁদের আন্দোলন। তবে কর্তৃপক্ষ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।

Advertisement

ডুয়ার্সের অধিকাংশ চা বাগানেই শ্রমিকদের দেওয়া হয়েছে ২০ শতাংশ বোনাস। কিন্তু ওই দুই চা বাগান কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। যা নিয়ে চিন্তায় দুই চা বাগানের প্রায় দু’হাজার শ্রমিক। বোনাস নিয়ে গত ২৮ সেপ্টেম্বর ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছে। কিন্তু সেই বৈঠক থেকে মেলেনি কোনও সমাধানসূত্র। নি। এ নিয়ে নাগেশ্বরী চা বাগানের শ্রমিক নেতা লক্ষণ ভূমিজ বলেছেন, ‘‘ত্রিপাক্ষিক বৈঠকের পরে বাগানের ম্যানেজার আমাদের অফিসে ডেকে পাঠায়। মালিকপক্ষ ১৪ শতাংশ বোনাস দিতে রাজি হলেও তা দুই কিস্তিতে দেওয়ার কথা বলে। আমরা ম্যানেজারকে ১৭ শতাংশ হারে বোনাস এক কিস্তিতেই দিতে বলেছি। কিন্তু তাতেও ম্যানেজার রাজি হয়নি। দুই কিস্তিতে বোনাস দিতে হলে আমাদের ২০ শতাংশ হারেই বোনাস লাগবে।’’

বুধবারও বাগানের গেটে বিভিন্ন শ্রমিক সংগঠন বৈঠক করেছে। বোনাস না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। কিলকোট এবং নাগেশ্বরী চা বাগানের দায়িত্বে থাকা ম্যানেজার শুভঙ্কর ভুজেল বলেছেন, ‘‘যাবতীয় বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement