পরিতোষ মণ্ডল। — নিজস্ব চিত্র।
প্রৌঢ়কে খুনের অভিযোগে তাঁর স্ত্রী, মেয়ে এবং জামাইকে আটক করল পুলিশ। মঙ্গলবারের ঘটনা মালদহের হবিবপুরে। পুলিশ অভিযুক্তদের জেরা করছে।
প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ ছিলেন হবিবপুর থানার ঋষিপুর এলাকার বুড়িতলা গ্রামের বাসিন্দা পরিতোষ মণ্ডল (৫৫)। মঙ্গলবার সকালে ওই এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাতরা বিল নামে একটি জলা জায়গা থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজে পাঠায়। কিন্তু চাঞ্চল্য ছড়ায়, পরিতোষের বৌদি বেবি মণ্ডলের দাবিতে। তাঁর বক্তব্য, উদ্ধার হওয়া ওই মৃতদেহটির পরনে যে লুঙ্গি ছিল তা পরিতোষের।
চাঞ্চল্যকর অভিযোগ পরিতোষের ছেলে শুভজিতের। তাঁর দাবি, মা সুমিত্রা মণ্ডল, বোন বৃষ্টি মণ্ডল এবং জামাইবাবু সুকুমার মণ্ডল তাঁর বাবাকে খুন করতে পারেন। শুভজিৎ বলেন, ‘‘আমার বাবা প্রায় ১৭ দিন আগে মায়ের সঙ্গে অশান্তি করেছিল। তার পর বাবা বাড়ি ছেড়ে চলে যায়।’’
পরিতোষের বৌদি বেবি বলেন, ‘‘স্ত্রী, জামাই এবং মেয়ের সঙ্গে পরিতোষের জমি সংক্রান্ত বিবাদ হয় বেশ কয়েক দিন আগে। সেই সময় তাঁকে মারধরও করা হয়। এর পরেই পরিতোষ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।’’