West Bengal Municipal Election 2022

West Bengal Municipal Election 2022: স্যানিটাইজার বাস্পে ঘুম ভাঙল পাড়ার, পুরভোটের অভিনব প্রচার শিলিগুড়িতে

এলাকা স্যানিটাইজ এবং মাস্ক বিলি করে প্রচারে নেমে পড়লেন শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ‘ঘরের মেয়ে’ মৌসুমি হাজরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৮:০৯
Share:

নিজস্ব চিত্র।

সকালে ঘুম থেকে উঠতেই হতবাক পাড়াপ্রতিবেশীরা। প্রকাণ্ড মেশিন দিয়ে পাড়ায় পাড়ায় বর্ষিত হচ্ছে স্যানিটাইজার। আর সেই সেই মেশিন দেখতে একেবারে যুদ্ধে ব্যবহৃত তোপের মতো।

Advertisement

পুরভোটের প্রচারে বাধ সাধছে করোনা। এই পরিস্থিতিতে এলাকা স্যানিটাইজ করা এবং মাস্ক বিলি করে প্রচারে নেমে পড়লেন শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী ‘ঘরের মেয়ে’ মৌসুমি হাজরা। ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও তিনি।

মৌসুমির এই অভিনব প্রচারে অভিভূত এলাকার মানুষেরা। মৌসুমি বলেন, ‘‘এলাকার মানুষের সঙ্গে সারা বছরই থাকি। এটা নতুন কিছু নয়। অতিমারির শুরু থেকেই এ ভাবে কাজ করে এসেছি। ভোট পিছিয়েছে। সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে এলাকায়।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘ভোট প্রচারের থেকেও বড় কথা মানুষের পাশে থাকা। সেটাই চালিয়ে যাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement