West Bengal Lockdown

যাত্রীদের থেকে ভাড়া নেওয়ায় সরব পর্যটনমন্ত্রী

রেল সূত্রে পাল্টা দাবি, ট্রেন যে রাজ্য থেকে ছাড়ছে সেই রাজ্যের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২০ ০৫:৩৮
Share:

পর্যটনমন্ত্রী গৌতম দেব। —ফাইল চিত্র।

শ্রমিক স্পেশ্যালে বেঙ্গালুরু থেকে এনজেপি ফেরা যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার বিরুদ্ধে সরব হলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। শুক্রবার পর্যটনমন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তোলেন। তাঁর দাবি, শ্রমিক স্পেশ্যাল ট্রেন চলার জন্য খরচের ৮৫ শতাংশ বহন করার কথা ছিল কেন্দ্রের। বাকি ১৫ শতাংশ টাকা রাজ্যের দেওয়ার কথা। মন্ত্রী বলেন, ‘‘রেল ৮৫ শতাংশ টাকা দেয়নি। রাজ্যকেও তার ১৫ শতাংশের হিসেব জানায়নি।’’ মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা জমা পড়ছে। কেন শ্রমিক, ছাত্রছাত্রী এবং বিপদে পড়া রোগী বা তাঁর পরিবারগুলির জন্য বিনামূল্যে ট্রেন চালাচ্ছে না রেল কর্তৃপক্ষ?

Advertisement

রেল সূত্রে পাল্টা দাবি, ট্রেন যে রাজ্য থেকে ছাড়ছে সেই রাজ্যের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে। এ বার সেই রাজ্য যাত্রীদের কাছ থেকে টাকা নেবে না কি সংশ্লিষ্ট রাজ্যের কাছে, তার মধ্যে রেল কর্তৃপক্ষ নাক গলাবে না। রেলের দাবি, এটা সব রাজ্য সরকারই জানে এবং দুই রাজ্যের মধ্যে কথা হওয়ার পরই ট্রেন ছাড়ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, ‘‘দ্বিতীয় শ্রেণির স্লিপার আসনের ভাড়ায় এমনিতেই ভর্তুকি রয়েছে। তাছাড়াও, ট্রেনটি আপে যাত্রী নিলেও ডাউনে খালি যাচ্ছে। সব মিলিয়ে টিকিটের দাম যা হিসেব করা আছে। সেটাই ওই ১৫ শতাংশ।’’ এ দিনই রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী স্পেশাল ট্রেনগুলির ক্ষেত্রেও বৃহস্পতিবার রাতে জারি হওয়া কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে ওয়েটিং লিস্ট টিকিট দেওয়া হবে। তা বিভিন্ন শ্রেণিভেদে আলাদা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement