West Bengal Lockdown

প্রচেষ্টার ফর্ম জমা শুরু অ্যাপেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, প্রচেষ্টা বন্ধ হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৫:২২
Share:

প্রতীকী ছবি।

সোমবার থেকে আলিপুরদুয়ারে অ্যাপের মাধ্যমে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা দেওয়া শুরু হল। তবে কোচবিহারে অবশ্য এ দিন সেই কাজ শুরু হয়নি। যাঁরা সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ-সুবিধা বা সামাজিক পেনশন পান না, সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রচেষ্টা প্রকল্পের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এর মাধ্যমে মাথাপিছু এককালীন এক হাজার টাকা পাবেন ওইসব শ্রমিক। ২৭ এপ্রিল প্রচেষ্টার ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও অফিসে ভিড় উপচে পড়ে। তা সামলাতে কোথাও কোথাও পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়। যার জেরে সেই সময় ফর্ম জমা নেওয়ার কাজ স্থগিত করে দেওয়া হয়।

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই সময়ই আশ্বাস দিয়েছিলেন, প্রচেষ্টা বন্ধ হচ্ছে না। একটু সমস্যা চলছে। সেটা ঠিক করার কাজ চলছে। প্রশাসন সূত্রের খবর, এরপর আবেদনের মাপকাঠিতে পরিবর্তন ঘটিয়ে সোমবার থেকে ফের প্রচেষ্টা প্রকল্পের কাজ শুরু করার কথা বলা হয়। তবে সরকারের তরফে জানানো হয়, এবার আর সশরীরে হাজির হয়ে ফর্ম জমা দিতে হবে না। বরং সোমবার থেকে প্রচেষ্টা অ্যাপের মাধ্যমেই ফর্ম জমা দিতে পারবেন আবেদনকারীরা।

প্রশাসন সূত্রের খবর, সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে আলিপুরদুয়ার জেলায় অ্যাপের মাধ্যমে ফর্ম জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। ফলে এ দিন আর বিডিও অফিসগুলিতে তেমন ভিড় চোখে পড়েনি। তবে বিরোধীদের অভিযোগ, গরিব মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন নেই। আর যাঁদের আছে, লকডাউনের জেরে তাঁদের খাবার জোগান করতেই হিমশিম খেতে হচ্ছে। ফলে ইচ্ছা থাকলেও টাকার অভাবে অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারছেন না। তাছাড়া কী করে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে, সে-ব্যাপারে জেলায় সেই অর্থে তেমন প্রচারও নেই। ফলে অনেকে ব্যাপারটা বুঝতেও পারছেন না। তবে আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা অবশ্য বলেন, “প্রচেষ্টা প্রকল্পে কারা কীভাবে আবেদন করতে পারবেন, গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে জেলা জুড়ে তার প্রচার চলছে। সোমবার থেকে আবেদন করার কাজ শুরুও
হয়ে গিয়েছে।”

Advertisement

তবে পাশের জেলা কোচবিহারে সোমবার অবশ্য এই কাজ শুরু করা যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য এ দিন তা শুরু করা যায়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “দ্রুত অনলাইনে এই কাজ চালুর চেষ্টা করা হচ্ছে।”

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement