Murder

Murder: দোকান থেকে চুরি হাতেনাতে ধরে ফেলায় কাকাকে পিটিয়ে খুন করল ভাইপো

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোহেল নেশাসক্ত। বাবার দোকানের ক্যাশবাক্স ভেঙে বহু বার টাকা চুরি করেছে। সম্প্রতি ঘটনা চোখে পড়ে কাকা তাজির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৪:২৩
Share:

নিহত তাজি এবং খুনে অভিযুক্ত সোহেল। নিজস্ব চিত্র।

বাবার রেশন দোকান থেকে নাকি নিয়মিত টাকা চুরি করত ছেলে! আর তার প্রতিবাদ করার ‘অপরাধে’ সে কাকাকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরে বুধবার রাতের ঘটনা।

ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে। অভিযুক্ত সোহেল আলি ফেরার। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা। পুলিশ সূত্রের খবর, সোহেল প্রায়ই তার বাবা জহুর আহমেদের রেশন দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা চুরি করত। আর সেই চুরি হাতেনাতে ধরে ফেলায় নিজের কাকা মহম্মদ তাজিকে (৫৫) পিটিয়ে খুন করে সে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোহেল বহু দিন ধরে নেশাসক্ত। বাবার দোকানের ক্যাশবাক্স ভেঙে বহু বার টাকা চুরি করেছে। ধরাও পড়েছে। সম্প্রতি ঘটনা চোখে পড়ে কাকার তাজির। দাদার সামনেই ভাইপোকে শাসন করেন তিনি। ওই ঘটনার জেরেই বুধবার রাতের খুন বলে অভিযোগ।

পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় তাজি মহেন্দ্রপুর পেট্রল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন। সেই সময় সোহেল হঠাৎ এসে হাতে থাকা বাঁশ নিয়ে কাকার মাথায় মারে। ঘটনাস্থলেই জ্ঞান হারান তাজি। গ্রামবাসীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়। অবস্থায় অবনতি হলে তড়িঘড়ি চাঁচল মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাজির মৃত্যু হয়। হামলার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় সোহেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement