Murder

ভাইপোকে খুনের অভিযোগ, মালদহে কাকার বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ পরিবারের

ভাইপোর মাথায় বাঁশের আঘাত করে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে। তাঁর গ্রেফতারের দাবিতে কাকার বাড়ির সামনেই ভাইপোর দেহ রেখে বিক্ষোভ দেখালেন তাঁর পরিবারের সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৩
Share:

মৃতদেহ নিয়ে বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

ভাইপোর মাথায় বাঁশের আঘাত করে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে। তাঁর গ্রেফতারের দাবিতে কাকার বাড়ির সামনেই ভাইপোর দেহ রেখে বিক্ষোভ দেখালেন তাঁর পরিবারের সদস্যেরা। শনিবার এই ঘটনা ঘটেছে মালদহের মানিকচক থানার বামাচরণটোলা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে দেহ নিয়ে বিক্ষোভ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম গণেশ মণ্ডল। অভিযোগ, তাঁর কাকা দুর্গাসেন মণ্ডল খুন করেছেন গণেশকে। পরিবারের অভিযোগ, জমিতে কচুরিপানা সাফ করা নিয়ে গণেশের সঙ্গে তাঁর কাকা দুর্গাসেনের অশান্তি বেধেছিল শুক্রবার। সেই সময় গণেশের মাথায় দুর্গাসেন বাঁশের আঘাত করে বলে অভিযোগ। গণেশকে জখম অবস্থায় প্রাথমিক ভাবে মানিকচক হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শনিবার ভোররাতে মৃত্যু হয় গণেশের। এর পর মৃতদেহ নিয়ে অভিযুক্ত দুর্গাসেনের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে গণেশের পরিবার। তাঁরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নিহতের দিদি অর্চনা মণ্ডল বলেন, ‘‘আমরা এর বিচার চাই। ওকে খুন করা হয়েছে। যত ক্ষণ বিচার না পাব তত ক্ষণ আমরা বিক্ষোভ চালাব।’’

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে তালাবন্ধ অভিযুক্ত দূর্গাসেনের বাড়ি। এই নিয়ে মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলে, ‘‘অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারের জন্য শুরু হয়েছে তদন্ত। মৃত যুবকের পরিবারের সাথে কথা বলে সৎকারের ব্যবস্থা করার চেষ্টা চলছে।’’ বেশ কিছু ক্ষণ পর পুলিশের আশ্বাসে উঠে যায় ওই বিক্ষোভ। সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় দেহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement