West Bengal Recruitment Case

প্রাথমিক: আজ সাক্ষ্যগ্রহণ

আদালতের খবর, মঙ্গলবার এবং তার পরে যথাক্রমে ২০ ও ২৭ জানুয়ারি তিন জন সাক্ষীর বয়ান পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধ করবেন বিচারভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ০৮:১০
Share:

— প্রতীকী চিত্র।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে গিয়েছে। আজ, মঙ্গলবার এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। এই মামলায় সুপ্রিম কোর্ট পার্থের জামিনের ক্ষেত্রে যে শর্ত দিয়েছিল তা হল দ্রুত চার্জ গঠন এবং সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্যগ্রহণ শেষ হলে তবেই জামিন কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই মামলায় তিনি ছাড়াও আরও ২৮ জন ব্যক্তি এবং ২৫টি সংস্থা অভিযুক্তের তালিকায় আছে।

Advertisement

আদালতের খবর, আজ, মঙ্গলবার এবং তার পরে যথাক্রমে ২০ ও ২৭ জানুয়ারি তিন জন সাক্ষীর বয়ান পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধ করবেন বিচারভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চার্জ গঠন হয়ে গিয়েছে। ১ফেব্রুয়ারির মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদেরবয়ান নথিবদ্ধ করতে হবে। ইডি সর্বাধিকগুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে যে তিনজনের নাম দেয় তাঁদের বয়ানই আগামী তিনটি শুনানিতে নথিবদ্ধ করা হবে বলেখবর। আজ, মঙ্গলবার রুদ্ধদ্বার কক্ষে (ইন ক্যামেরা) সাক্ষ্য গ্রহণ করা হবে বলে সূত্রের খবর। নিজস্ব সংবাদদাতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement