Fire

Death: ভোররাতে ঘুমের মধ্যে রহস্যময় অগ্নিকাণ্ড বাড়িতে, কোচবিহারে পুড়ে মৃত্যু বৌদি-ননদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ নিশিগঞ্জ বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৪:১৪
Share:

ঘটনাস্থলে তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল দুই বৃদ্ধার। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটেছে কোচবিহার জেলার নিশিগঞ্জে। কী কারণে আগুন লেগেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ নিশিগঞ্জ বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে থাকতেন মীরা দে (৭০) এবং সাধনা বসু (১০০) নামে দুই বৃদ্ধা। অগ্নিকাণ্ডের জেরে তাঁদের দু’জনেরই পুড়ে মৃত্যু হয়। মীরা সম্পর্কে সাধনার ভ্রাতৃবধূ ছিলেন। সাধনার বিয়ে হয়েছিল কলকাতায়। তাঁর স্বামীর মৃত্যু হওয়ার পর গত ১৫ বছর ধরে তিনি বৌদি মীরার সঙ্গেই থাকতেন।

Advertisement

ভোররাতে আগুন দেখতে পেয়ে প্রাথমিক ভাবে তা নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে নিশিগঞ্জ দমকলকেন্দ্র থেকে দু’টি ইঞ্জিন এবং মাথাভাঙা থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এর পর পরিস্থিতি আয়ত্তে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। রানা দে নামে মৃতদের এক আত্মীয় বলেন, ‘‘ভোরবেলা হঠাৎ আগুন দেখতে পাই। আমরা তখনই ছুটে আসি। আগুন নেভানোর চেষ্টা করি। পুলিশ এবং দমকলও আসে। ওই বাড়িতে আমার দুই ঠাকুমা থাকতেন। তাঁরা মারা গিয়েছেন।’

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারাও। সুজিত দে নামে এক প্রতিবেশী বলেন, ‘‘ঘরে দু’জন ছিলেন। তাঁরা মারা গিয়েছেন। তবে রান্নাঘর থেকে না কি শর্ট সার্কিট হয়ে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না।’’

Advertisement

পুলিশ দুই বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement