Gautam dev

উন্নয়ন কাজে বাধা দিচ্ছে পুরসভা: গৌতম

মন্ত্রী এ দিন জানান, শহরের বিভিন্ন উন্নয়ন কাজ তারা করছেন। ১৫ নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন রায় রোড বাইলেন, ৩৩ এবং ৩১ নম্বর ওয়ার্ডে কাজে পুর নির্বাচনের পরে শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ০৬:৩২
Share:

অভিযোগ: মন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশ এক মহিলার। নিজস্ব চিত্র

শহরের উন্নয়ন কাজে পুরসভা বাধা দিচ্ছে বলে অভিযোগ করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। বৃহস্পতিবার বিধানমার্কেটে ক্ষুদিরামপল্লি বাজারে পেপার ব্লকের রাস্তা তৈরির কাজের শিলান্যাস অনুষ্ঠানে সে কথা জানান তিনি। শিলান্যাসের পর বাজারের রাস্তাটি পরিদর্শনে গেলে রাস্তার হাল নিয়ে প্রকাশ্যে মন্ত্রীর কাছে অসন্তোষ প্রকাশ করেন এক মহিলা।

Advertisement

মন্ত্রী এ দিন জানান, শহরের বিভিন্ন উন্নয়ন কাজ তারা করছেন। ১৫ নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন রায় রোড বাইলেন, ৩৩ এবং ৩১ নম্বর ওয়ার্ডে কাজে পুর নির্বাচনের পরে শুরু হবে। তিনি বলেন, ‘‘তিনবার ওই কাজগুলোর নকশা তৈরি হয়েছে। তিনবারই পুরসভা সেখানে দায়সারা ভাবে পিচ ঢেলে দিয়ে চলে গিয়েছে। সুতরাং আমাদের সাইট বদলাতে হয়েছে। এভাবে তারা কাজের ক্ষেত্রে বাধা দিয়েছে। অথচ বরো থেকে অনুমতি নিয়ে ১৫ নম্বর ওয়ার্ডে কাজ করতে গিয়েছিলাম। এই ভাবে অসহযোগিতা খুবই দুর্ভাগ্যজনক। এভাবে আটকে রাখা যাবে না। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমারা কাজ করব।’’ ৩২ নম্বর ওয়ার্ডে ১ কোটি টাকা দিয়ে সেচ দফতরের বাঁধের পাশ দিয়ে জ্যোতির্ময় কলোনি পর্যন্ত রাস্তা হবে। সেচ দফতরের অনুমতি নিয়ে কাজ শুরু হবে বলে জানান।

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘তিনি কোনও প্রতিষ্ঠান নয়। হঠাৎ করে নির্বাচনের আগে তিনি এসব করতে শুরু করেছেন। আগে আমাকে বলতেন শিলান্যাস করছি বলে। আমি মেয়র, অধিকার রয়েছে। তাঁর কী অধিকার আছে?’’ এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে দিয়ে পুরসভার সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ তুলেছেন মেয়র। মন্ত্রী বলেন, ‘‘মডেল কোড অব কনডাক্ট চালু হলে কাজগুলো পিছিয়ে পড়বে। মানুষের অসুবিধা হবে। তাই আমি, এসজেডিএ’র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ, সিইও’র সঙ্গে আলোচনা করে এই কাজ শুরু করছি। টেন্ডার হয়েছিল। ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু হল।’’ ক্ষুদিরামপল্লি বাজারে শেড নির্মাণের দাবি এ দিন ব্যবসায়ীরা মন্ত্রী জানান। পুরসভায় ক্ষমতায় এলে তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement