Murder

গঙ্গারামপুরে খুন ও ভাঙচুরের ঘটনায় ধৃত ৩ মহিলা-সহ ৭

মঙ্গলবার তৃণমূল কর্মী সঞ্জিত সরকারকে গুলি করে খুনের ঘটনায় সুকদেবপুরের বাসিন্দা অনিল চন্দ্র দাস এবং তার ছেলে অলক দাস-সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২২:৪৬
Share:

খুনের অভিযোগে ধৃতদের তোলা হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সুকদেবপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় বুধবার পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে ৩ মহিলাও।

Advertisement

মঙ্গলবার তৃণমূল কর্মী সঞ্জিত সরকারকে গুলি করে খুনের ঘটনায় সুকদেবপুরের বাসিন্দা অনিল চন্দ্র দাস এবং তার ছেলে অলক দাস-সহ মোট ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে গঙ্গারামপুর মহাকুমা আদালতের বিচারক অনিল এবং অলককে ১২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এবং তার বাবা দুইজনের 12 দিনের পুলিশি হেফাজত এবং বাকি ৫ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে গুলি চালানোর ঘটনায় মুল অভিযুক্ত সুমন দাস এখনো পলাতক।

দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সুকদেবপুরে হিংসার ঘটনায় খুন এবং বাড়ি ভাঙচুর এই দুটি অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে। দু’টি ঘটনাতেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আপাতত ওই এলাকায় পুলিশ পিকেট রেখে দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement