উদয়নের বিতর্কিত ফেসবুক পোস্ট।
ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নেটমাধ্যমে উদয়ন বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর।
উদয়ন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা-কর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে’।
এই ফেসবুক পোস্টের জেরে উদয়নের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মিহির। তিনি মঙ্গলবার বলেন, ‘‘জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, এখানে আইনের শাসন চলে না। এখানে শাসকের শাসন চলে। তার প্রকৃত উদাহরণ উদয়ন গুহের ওই ফেসবুক পোস্ট। এই ঘটনার আমরা ধিক্কার জানাই। আমরা সংবাদমাধ্যমের দ্বারা জেলা প্রশাসনকে জানাতে চাই, এরপর কোচবিহার জেলায় যদি তৃণমূল কোনও বিজেপি কর্মীর উপর আক্রমণ করে তার জন্য দায়ী থাকবে উদয়ন। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে রাস্তায় নামতে বাধ্য হবে।’’
এ বিষয়ে তৃণমূল নেতা উদয়ন বলেন, ‘‘আমি যে পোস্ট করেছি, তাতে অন্যায় কিছু নেই। যাদের মনে পাপ রয়েছে, তারা ভয় পাবে। আমি কোথাও লিখিনি কারও উপর আক্রমণ করতে হবে, কিংবা কাউকে মারতে হবে। আমি পরিষ্কার বলেছি তাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে। এতে ভয় পাওয়ার কী রয়েছে?’’