Udayan Guha

TMC: উদয়নের ‘বাঁশপেটা’ মন্তব্য নিয়ে অভিযোগ দায়ের বিজেপি-র

জেলার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি 

Advertisement

নিজস্ব সংবাদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ২৩:৫২
Share:

নিজস্ব চিত্র।

সভা থেকে তৃণমূল নেতা উদয়ন গুহের ‘হুমকি’র বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি। রবিবার দিনহাটার একটি জনসভা থেকে বিজেপি কর্মীদের ‘বাঁশপেটা’ করার হুমকি দিয়েছিলেন উদয়ন। অভিযোগ সেই মন্তব্যের বিরুদ্ধেই। যদিও তোয়াক্কা করছেন না উদয়ন। বলছেন, ‘‘যা বলেছি, তা থেকে পিছিয়ে আসছি না।’’

Advertisement

বক্তব্যে যে উদয়ন অনড়, তার প্রমাণ মিলেছে সোমবারেও। নয়ার হাট এলাকার একটি জনসভা থেকে সোমবার একই ভাষায় বক্তব্য রাখেন উদয়ন। একের পর সভায় উদয়নের এই ধরণের মন্তব্য উঠে আসায় বিজেপি-ও একাধিক অভিযোগ দায়ের করার পথে হাটতে চলেছে। জেলার একাধিক থানায় অভিযোগ দায়ের করা সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে কোচবিহার জেলা বিজেপি-র সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘উদয়ন গুহ প্রকাশ্যে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। পুলিশের উচিত ছিল এই ধরনের বক্তব্য রাখার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। কিন্তু পুলিশ তা করেনি। তাই বিজেপি-র পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে।’’

পাল্টা উদয়নের মন্তব্য, ‘‘শুধু কোচবিহার জেলায় নয়, বিজেপি চাইলে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় অভিযোগ দায়ের করতে পারে। তবু আমরা যে কথা বলছি, তার থেকে পিছিয়ে আসার কোনও জায়গা নেই। বিজেপি কী ভাবছে? ওরা আমাদের উপর হামলা করবে, আর আমরা ওদের ফুল বেলপাতা দিয়ে পুজো করব? ওরা যে ভাষা বোঝে, ওরা যে ভাষায় কথা বললে ঠাণ্ডা হবে, আমরা সেই ভাষা ব্যবহার করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement