Chai Pe Charcha

মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের মন্তব্য ‘আপত্তিকর’, অভিযোগ তৃণমূলের

এনজেপি স্টেশনের পাশে, বিজেপির ওই কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ এবং অন্য নেতা-নেত্রী, মহিলা কর্মীরাও ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ০৮:৪০
Share:

দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। — ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে।

Advertisement

শুক্রবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) এলাকায় দলের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপ। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসং‌যোগ যাত্রার ঘোষণা করেছেন। সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘‘উনি কি মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন? দম থাকলে, মুখ্যমন্ত্রী ডাকুন আমাদের সাংসদ, বিধায়কদের। আমি ডাকলেই যাব। কই আমাকে তো ডাকেন না! ডাকার হিম্মত নেই।’’ দলীয় প্রার্থী না পেয়ে প্রার্থী খোঁজার জন্যই তৃণমূলের ‘জন স‌ংযোগ যাত্রা’ বলে দিলীপ কটাক্ষও করেন। সে সময় তিনি ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ তৃণমূলের।

এ সংক্রান্ত ‘ভিডিয়ো ক্লিপ’ (সত্যতা যাচাই করেনি আনন্দবাজার) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে, তৃণমূলের জাতীয় কর্ম সমিতির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক বিষয়। এর উত্তর দিতেও আমাদের রুচি, শিক্ষাতে বাধছে। রাজ্যের মানুষের কাছে অনুরোধ, এ রকম শিক্ষা, সভ্যতাপূর্ণ মানুষকে কোনও জায়গায় আর নির্বাচিত করে পাঠানো উচিত নয়।’’

Advertisement

এনজেপি স্টেশনের পাশে, বিজেপির ওই কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মণ এবং অন্য নেতা-নেত্রী, মহিলা কর্মীরাও ছিলেন। বিজেপি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীকে নিয়ে দিলীপের মন্তব্যে ‘অস্বস্তিতে’ পড়েন অনেকে। যদিও আনন্দময়ের বক্তব্য, ‘‘তৃণমূল নেতা, মন্ত্রীদের প্রতি মানুষের যে ক্ষোভ সে বিষয়েই বলতে চেয়েছেন দিলীপ ঘোষ। অন্য কিছু বলতে চাননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement