হাসপাতালে আহত বিজেপি কর্মী। — নিজস্ব চিত্র।
আবার উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। সোমবার ভেটাগুড়িতে বিজেপি কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপির দাবি, সোমবার দুপুরে ভেটাগুড়ির সিঙ্গিজানি এলাকার বাসিন্দা তাঁদের দলের কর্মী কুঞ্জ রায় বাজারে গিয়েছিলেন চুল কাটাতে। সেই সময় তৃণমূলের লোকজন তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে দাবি বিজেপির। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে ভর্তি করানো হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায় বলেন, ‘‘বিভিন্ন এলাকায় তৃণমূল সন্ত্রাস করছে। প্রশাসনকে বার বার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ করছে না। তৃণমূলের প্রার্থীর স্বামী দাঁড়িয়ে থেকে আমাদের কর্মীর উপর হামলা চালিয়েছে।’’
বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘‘গতকাল ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের এক প্রার্থীর উপর বিজেপি হামলা চালিয়েছে। তার ফলে এলাকায় অস্থিরতা তৈরি হয়েছে। সেই ঘটনার পর বিজেপিই নিজেদের কর্মীকে আহত করে দোষ ঢাকার চেষ্টা করছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নেই।’’