বোমা বিস্ফোরণে জখম ৩ শিশু। প্রতীকী ছবি।
দিন দশেকের ব্যবধানে উত্তর দিনাজপুরে আবারও বোমা ফেটে গুরুতর জখম ৩ শিশু। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। বুধবার দুপুরে রায়গঞ্জের লক্ষনিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত ৩ শিশুকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তারা।
স্থানীয় সূত্রে খবর, ফকিরটোলা প্রাথমিক বিদ্যালয়ের ৩ পড়ুয়া স্কুল ছুটির পর রাস্তার ধারের একটি নির্মীয়মাণ বাড়িতে খেলছিল। একটি ছোট প্লাস্টিকের বলের মতো কিছু পড়ে থাকতে দেখে তারা। সেটিকে বল ভেবে খেলা শুরু করতেই বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্তেও নেমেছে তারা। এলাকাবাসীর অনুমান, ওই বাড়িতে আরও বোমা মজুত থাকতে পারে।
জখম হওয়া এক শিশুর আত্মীয় সইফুর রহমান বলেন, ‘‘স্কুল ছুটির পর ওরা রাস্তার পাশের একটা বাড়িতে খেলতে গিয়েছিল। শুনলাম, ওই বাড়িতে লাল বল পড়েছিল। সেটা কুড়োতে গিয়েই বিস্ফোরণ হয়।’’
গত মাসেও একই ঘটনা ঘটেছিল জেলার ডালখোলার থানার পাতনোর বেলবাড়ি এলাকায়। সেই বারও গুরুতর জখম হয়েছিল ৩ শিশু।